শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১ ] দেশে পোল্যান্ডের অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ৯ লাখেরও অধিক আর চায়না থেকে এসেছে সিনোফার্মের ৫৫ লাখ ডোজ ভ্যাকসিন

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই সুত্র জানিয়েছে ১১ নভেম্বর পোল্যান্ড থেকে উপহারের ৯ লাখ ৫০ হাজার টিকা এসেছে আজ বৃহস্পতিবার, রাখা হয়েছে বেক্সিমকো ওয়্যার হাউসে। সেই সঙ্গে চীন থেকে ৫৫ লাখ সিনোফার্মের টিকা এসেছে, রাখা হবে ইপিআই এর স্টোরে। আগামী ১৪ নভেম্বর আরও ভ্যাকসিন দেশে আসবে।

[৩] এদিকে গত বুধবার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার কাছে প্রথম চালানের ১০ লাখ ২৭ হাজার ২৯০ ডোজ ভ্যাকসিন হস্তান্তর করেন দিল্লিতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোস্কি। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের সুত্রে জানা যায়, বাংলাদেশকে পোল্যান্ড মোট ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ ডোজ ভ্যাকসিন দিচ্ছে। এসব ভ্যাকসিন সম্পূর্ণ নিজ খরচে বাংলাদেশে পৌঁছে দেবে দেশটি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় চালানে এসেছে ৯ লাখ ৫০ হাজার ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন এসেছে। আর রোববার পোল্যান্ডের উপহারের তৃতীয় ও শেষ চালানে আসবে বাকি ১৩ লাখের অধিক ডোজ ভ্যাকসিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়