শিরোনাম
◈ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ ◈ গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়—প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ আবু সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল ◈ শতাধিক ড্রোন নিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মিয়ানমারে উলফার ক্যাম্পে, হামলার দাবি ভারতের অস্বীকার ◈ একই ঘরে মা ও দুই শিশুর লাশ, ঘুম ভাঙল নির্মম বাস্তবতায় ◈ ইংল‌্যান্ড ব্যাটারের স‌ঙ্গে চরম বেয়াদ‌বি করায় ভারতীয় পেসার সিরাজ‌কে শা‌স্তি দি‌লো আই‌সি‌সি ◈ লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা ◈ সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকার ক্রমাগত পশ্চাদপসরণ হতে বাধ্য হয়েছিল : অধ্যাপক আলী রীয়াজ  ◈ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার, উচ্চশিক্ষার প্রলোভনে প্রতারণার অভিযোগ ◈ দু-একটি ইসলামী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা অপপ্রচার করে সত্য লুকানোর চেষ্টা করছে : রিজভী

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ০২:২৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দূর্নীতিবাজদের ভীড়ে ইতিহাস গড়লেন ধর্ম উপদেষ্টা, হাজিদের টাকা ফেরত দেয়ার ঘোষণা প্রশংসায় ভাসছেন (ভিডিও)

হাজিদের অব্যবহৃত সেবার টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এই পদক্ষেপকে হজযাত্রীদের প্রতি সরকারের দায়বদ্ধতা এবং স্বচ্ছতার একটি বড় দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা হাজিদের উদ্বৃত্ত ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে বলে। যত দ্রুত সম্ভব এই টাকা হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে।

জানা যায়, ২০২৪ সালের হজের সময় বিভিন্ন কারণে কিছু পরিষেবা যেমন - মোয়াল্লেম ফি, তাঁবু ভাড়া, বা খাবার বাবদ যে অর্থ নেওয়া হয়েছিল, তার কিছু অংশ অব্যবহৃত রয়ে যায়। ধর্ম উপদেষ্টা এই অব্যবহৃত অর্থ হাজিদেরকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই ঘোষণা হজযাত্রীদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং সর্বমহলে এটি প্রশংসিত হচ্ছে।

সাধারণত, হজের পর অব্যবহৃত অর্থের একটি অংশ সরকারি কোষাগারে জমা পড়ে অথবা পরবর্তী বছরের হজের ব্যয় নির্বাহে ব্যবহৃত হয়। তবে, এবার সরাসরি হাজীদের কাছে অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্তকে একটি ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

ধর্ম মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী 'প্রশংসনীয়' এবং 'জনবান্ধব' উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তারা মনে করছেন, এই সিদ্ধান্ত হজযাত্রীদের প্রতি সরকারের সংবেদনশীলতা এবং দায়িত্বশীলতার পরিচয় বহন করে। বিশেষ করে, যখন হজযাত্রার মতো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয় নিয়ে নানা রকম অভিযোগ ওঠে, তখন এমন একটি স্বচ্ছ ও সহানুভূতিশীল সিদ্ধান্ত মানুষের আস্থা বাড়াতে সাহায্য করে।

এই ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক ও টুইটারে ধর্ম উপদেষ্টার এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। অনেকেই এই সিদ্ধান্তকে 'ঐতিহাসিক' বলে আখ্যায়িত করেছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক পদক্ষেপের আশা প্রকাশ করেছেন।

রোববার (১৩ জুলাই) চলতি বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা এ বছর হজ প্যাকেজে বাড়িভাড়ার জন্য যে পরিমাণ টাকা ধার্য করেছিলাম তার চেয়ে কিছু কম রেটে বাড়ি ভাড়া পেয়েছি।কোনো কোনো ক্ষেত্রে সার্ভিস চার্জও কিছুটা কমেছে। ইতোমধ্যে আমরা পুঙ্খানুপুঙ্খ হিসাব চূড়ান্ত করেছি। সরকারি মাধ্যমে প্রত্যেক হাজিকে আমরা প্যাকেজের উদ্বৃত্ত টাকা ফেরত দেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়