শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১, ০৬:২৬ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২১, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ব্রিজ ধস, যাতায়াতে ভোগান্তি

এফ এ নয়ন: [২] গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী তুরাগ নদের উপরের পুরনো ব্রিজের একটি স্ল্যাব ধসে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ব্রিজের উপর দিয়ে যান চলাচল বন্ধ হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

[৩] ব্রিজটির স্ল্যাবের অংশ মঙ্গলবার গভীর রাতে ধসে পড়ে। বুধবার সকালে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর চলাচলের জন্য খুলে দিলেও বুধবার রাত থেকে বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় আবারও বন্ধ করে দেওয়া হয়েছে।

[৪] বৃহস্পতিবার (১১নভেম্বর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝুঁকিপূর্ণ অংশে বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং স্ল্যাবের ভাঙা অংশের ওপর লোহার পাটাতন দিয়ে ঢেকে রেখেছেন কর্তৃপক্ষ ।

[৫] গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, গতকাল সকাল থেকেই যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। অফিস টাইমে গাড়ির অতিরিক্ত চাপের কারণেও মহাসড়কে গাড়ির লম্বা লাইন সৃষ্টি হয়। বড় ধরনের দূর্ঘটনা এরাতে বুধবার রাত ১২টার পরে ওই ব্রিজ দিয়ে যান চলাচল চল সম্পূর্নরুপে বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা থেকে গাজীপুরে যে গাড়ি গুলো ঢুকবে সেগুলো বেইলি ব্রিজ দিয়ে যাবে, আর গাজীপুর থেকে যে গাড়ি ঢাকায় ঢুকবে সেগুলো কামাড়পাড়া হয়ে আব্দুল্লাহপুর দিয়ে যাবে।

[৬] বিআরটি প্রকল্পের (ব্রিজ বিভাগ) প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম খান বলেন, পুরনো ওই ব্রিজটিতে ডেস্ক স্ল্যাব ড্যামেজ থাকায় হঠাৎ করে একটি স্ল্যাবের কিছু অংশ ভেঙে পড়ে। বুধবার রাত থেকে বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্রিজটিতে যানবাহন চলাচল সম্পূর্ন বন্ধ রাখা হয়েছে । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়