শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা

সোহেল মিয়া: [২] জেলার বালিয়াকান্দির বহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আকমল হোসেন। তিনি বহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

[৩] বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই সাংবাদিক সম্মলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি নৌকার প্রার্থীর পক্ষে কাজ করারও ঘোষণা দেন।

[৪] সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু স-পরিবারে নিহত হওয়ার পর আমি প্রতিবাদ করলে আমার উপর জুলুম নির্যাতন শুরু হয়। আমি সেই বঙ্গবন্ধুর লোক। বহরপুর ইউনিয়নবাসী আমাকে চাইলেও আমি নির্বাচন করতে পারছিনা। কারন দল আমাকে মনোনয়ন দেয়নি। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে দলের প্রতি আনুগত্য থেকে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলাম। সেই সাথে আমার নেতাকর্মিদেরকে নৌকা প্রার্থীর পক্ষে মাঠে থাকার জন্য আহবান জানাচ্ছি।

[৫] এসময় উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মান্নান খান, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, সাধারণ সম্পাদক আবু তারক বাবলু, মহিলা আওয়ামী লীগের সভানত্রী বাসন্তি স্যান্যাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসারুল আলম বাপ্পু, কমিউনিস্ট পার্টির সভাপতি এএসএম দাউদ খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি ছলেমান মোল্লা দলু, দলীয় মনানয়ন প্রত্যাশী রোমানা কবীর প্রমূখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়