শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১, ১২:৩৮ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২১, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদিতমারীতে আ.লীগ-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৬

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার আদিতমারী উপজেলায় নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর ৫ সমর্থকসহ ৬ জন আহত হয়েছেন। গত বুধবার (১০ নভেম্বর) রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া আবলারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] আহতরা হলেন, আবলারবাজার এলাকার বারঘড়িয়া গ্রামের নৌকার সমর্থক তমিজার রহমানের ছেলে আহসান হাবীব (১৯), একই গ্রামের মোটরসাইকেলের সমর্থক সাবেক চেয়ারম্যান শামছুল হকের ছেলে লিটন মিয়া(৩৫) ও তার ভাই মিলন মিয়া (৪০), মহিষখোচা গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল ভুষকুড়া (২৫), সর্দাপাড়া গ্রামে খতিব উল্লার ছেলে আজিম (২০), একই গ্রামের জয়নাল খানের ছেলে সিরাজুল খাঁন (২৫)।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মহিষখোচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতাজ উদ্দিন। তিনি রাতে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন।

[৫] পথিমধ্যে আবলারবাজার এলাকায় পৌঁছলে নৌকা প্রতীকের সমর্থকরা তাকে আটক করে রাতে বাইরে আসার কারণ জানতে চান। এ সময় দুই প্রতীকের সমর্থকরা জড়ো হলে হট্টগোল বাঁধে। এর একপর্যায়ে প্রার্থীকে আটকের খবর ছড়িয়ে পড়লে সমর্থরা ছুটে আসেন।

[৬] এ সময় উভয়পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে নৌকা প্রতীকের একজনসহ উভয়পক্ষের ৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে লিটন ও আহসান হাবীবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।

[৭] এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, নির্বাচনের দুইপক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়