সুজিৎ নন্দী: [২] নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করায় রাজধানীর একাধিক এলাকায় বেশ কিছু বাসকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার বার থেকে বিআরটিএ’র পাশাপাশি পরিবহন মালিক সমিতি, মেট্রোপলিটন পুলিশ এবং ডিসি অফিসের নেতৃত্বে একযোগে অভিযান পরিচালিত হবে।
[৩] ডিজেলের দাম বাড়ার পর বাস ভাড়া বাড়ানো হলেও যাত্রীদের কাছ থেকে তার চেয়েও বেশি ভাড়া আদায়ের অভিযোগ ওঠায় নগরীতে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে শাহবাগ এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী হাকিমের নেতৃত্বে আলাদা অভিযান পরিচালনা করতে দেখা যায়।
[৪] বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, বুধবার আমরা মহাখালী, যাত্রাবাড়িসহ গুলিস্থানসহ বিভিন্ন স্থানে গিয়েছি। সরেজমিনে একাধিক বিষয়ে আমরা অভিযানকারীদের নির্দেশনা দিয়েিেছ। এ অভিযান আপাতত চলবে।
[৫] বিআরটিএ’র উদ্ধতন কর্মকর্তা জানান, আমরা মূলত দেখছি মূল্য তালিকা টানানো হয়েছে কি না, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে কি না এবং গ্যাসে চালিত বাসে ডিজেল চালিত বাসের মতো বেশি ভাড়া নিচ্ছে কি না।
[৬] সরেজমিনে দেখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করায় রাজধানীর শাহবাগ এলাকায় বেশ কিছু বাসকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। যাত্রীদের কাছ থেকে বেশি আদায় করা হচ্ছে কি না তার পাশাপাশি চালক এবং বাসের কাগজপত্র যাচাই করে দেখা হয়। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ছাড়াও দুর্ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে।