রাহুল রাজ: [২] আসন্ন নারী বিশ্বকাপের বাছাই পর্ব খেলার আগে প্রস্তুতির অংশ হিসেবে ৩ ম্যাচ ওয়ানডে খেলছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ে নারী দলকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে মিশন করেছে টাইগ্রিসরা।
[৩] জিম্বাবুয়ের বুলাওয়েতে প্রথম ওয়ানডেতে বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ে নামে বাংলাদেশ। জাহানারা-সালমাদের বোলিংতোপে মাত্র ২৩.২ ওভারে ৪৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল।
[৪] বাংলাদেশের হয়ে ৩ টি করে উইকেট নেন জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা আক্তার।
[৫] সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগ্রিসরা। দুই ওপেনার মুর্শিদা ও শারমিন করেন যথাক্রমে ৭ ও ৮ রান। দলকে জিতিয়ে ফারজানা ১১ ও রুমানা ১৬ রানে অপরাজিত থাকেন। সম্পাদনা: এল আর বাদল।