শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে এক জালে উঠল ৯০ লাল কোরাল, ৩ লাখে বিক্রি

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি: [২] কক্সবাজারের টেকনাফে জাহাজপুরা উপকূলে স্থানীয় এক জেলের টানা জালে ৯০টি লাল কোরাল মাছ আটকা পড়েছে।

[৩] মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে জাহাজপুরা সৈকত উপকূলে টানা জাল থেকে মাছগুলো উদ্ধার করে খুলে আনলে উৎসুক জনতা ভিড় জমান।

[৪] স্থানীয় মোঃ হারুন বলেন, মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে জাহাজপুরা গ্রামের হেলাল উদ্দিনের মালিকানাধীন টানা জাল ও নৌকা নিয়ে জাহাজপুরা সংলগ্ন বঙ্গোপসাগরের মাছ ধরতে যান আবদুল করিম মাঝির নেতৃত্বে ১৫ জেলে। ঘণ্টা সময় ধরে জাল ফেলার এক পর্যায়ে জাল ভারী হয়ে ওঠে। পরে জাল তুলে দেখা যায় ৯০টি লাল কোরাল আটকা পড়েছে। স্থানীয় এক ব্যবসায়ী মাছগুলো তিন লাখ টাকায় ক্রয় করেন।

[৫] ওই টানা জালের জেলে শহীদুল্লাহ বলেন, মাছগুলো ঘাটে তোলার পর ৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ী আব্দুল আমিন মাছগুলো ক্রয় করেন।

[৬] বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, এক জেলের জালে ৯০টি লাল কোরাল ধরা পড়েছে।পরে মাছগুলো তিন লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

[৭] টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, জাহাজপুরা সৈকতে এক জেলের টানা জালে ৯০টি লাল কোরাল আটকা পড়ার খবর শুনেছি। সুস্বাদু কোরাল কিংবা ভেটকি মাছের কদর দেশব্যাপী। বঙ্গোপসাগরের গভীর জলের মাছ কোরাল সব সময় হাটবাজারে পাওয়া যায় না। এ জন্য এই মাছের দাম কিছুটা বেশি। মাছটি সাধারণত ১ থেকে ৯ কেজি পর্যন্ত ওজন হতে পারে। মাছটির বৈজ্ঞানিক নাম Lates calcarifer। এই মাছ উষ্ণমণ্ডলীয় অঞ্চল, বিশেষত পশ্চিম প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে দেখা যায়। তাছাড়া এশিয়ার উত্তরাঞ্চল, কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চল এবং পূর্ব আফ্রিকার পশ্চিমাঞ্চলেও এদের দেখা যায়।

[৭] উল্লেখ্য, এক সপ্তাহ আগে সেন্টমার্টিনে এক জালের থানা জালে ধরা পড়ছিলো ২০৪টি লাল কোরাল। যা ৬ লাখ টাকায় বিক্রি হয়েছিলো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়