শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হলো স্পর্শিয়া-ফেরদৌসের অনুদানের ছবি ‘ক্ষমা নেই’

ইমরুল শাহেদ: অনুদানের অর্থ সহযোগিতায় নির্মিত ‘ক্ষমা নেই’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন বিশিষ্ট চিত্রগ্রাহক জেডএইচ মিন্টু। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে ছবিটি শুরু হয়েছে পূবাইল লোকেশনে। পরিচালক জানান, এ ছবিতে কাজ করছেন দিলারা জামান, ফালগুনি হামিদ, অর্চিতা স্পর্শিয়া, ফেসদৌস, ঝুনা চৌধুরী, মিনু এবং বেশ কয়েকজন মঞ্চাভিনেতা।

মঞ্চের শিল্পীরা মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করছেন। পরিচালক জানান তার ছবিতে তিনটি বিষয় একেবারেই নেই। প্রথমত এ ছবিতে কোনো নায়ক নায়িকা নেই, দ্বিতীয়ত তথাকথিত কোনো প্রেম নেই। এ ছবির কেন্দ্রীয় চরিত্র ‘বঙ্গবন্ধু’। ছবিটিতে সবাই শিল্পী হিসেবে কাজ করছেন। পরিচালক জানান, পূবাইলে তিন দিনের কাজ শেষ হলেই তিনি ইউনিট নিয়ে চলে যাবেন মানিকগঞ্জে। তিনি বলেন, ‘আমি বিভিন্ন এলাকায় ছবিটির শুটিং করব। এফডিসিতে কাজ করব দুই দিন।’ মিন্টু পূর্বাহ্নে বলেছেন, ‘আমি এর আগে বেনামে অনেক ছবি নির্মাণ করেছি। তবে এবারই প্রথম নিজের নামে পরিচালনা করছি।’

‘ক্ষমা নেই’ ছবিটির গল্প লিখেছেন শেখ ফজলুর রহমান মারুফ, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। এ প্রসঙ্গে মিন্টু বলেন, ‘মারুফ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। তিনি সুন্দর একটি গল্প দিয়েছেন বলেই সরকার অনুদান দিয়েছে। মুক্তিযুদ্ধ ও পঁচাত্তরের ১৫ আগস্ট-পরবর্তী বদলে যাওয়া রাজনীতির গল্প তুলে ধরব ছবিটিতে।’ ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘চাঁদনী’, ‘আত্ম অহংকার’, নিঝুম অরণ্য’সহ দেড় শতাধিক ছবির চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়