শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হলো স্পর্শিয়া-ফেরদৌসের অনুদানের ছবি ‘ক্ষমা নেই’

ইমরুল শাহেদ: অনুদানের অর্থ সহযোগিতায় নির্মিত ‘ক্ষমা নেই’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন বিশিষ্ট চিত্রগ্রাহক জেডএইচ মিন্টু। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে ছবিটি শুরু হয়েছে পূবাইল লোকেশনে। পরিচালক জানান, এ ছবিতে কাজ করছেন দিলারা জামান, ফালগুনি হামিদ, অর্চিতা স্পর্শিয়া, ফেসদৌস, ঝুনা চৌধুরী, মিনু এবং বেশ কয়েকজন মঞ্চাভিনেতা।

মঞ্চের শিল্পীরা মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করছেন। পরিচালক জানান তার ছবিতে তিনটি বিষয় একেবারেই নেই। প্রথমত এ ছবিতে কোনো নায়ক নায়িকা নেই, দ্বিতীয়ত তথাকথিত কোনো প্রেম নেই। এ ছবির কেন্দ্রীয় চরিত্র ‘বঙ্গবন্ধু’। ছবিটিতে সবাই শিল্পী হিসেবে কাজ করছেন। পরিচালক জানান, পূবাইলে তিন দিনের কাজ শেষ হলেই তিনি ইউনিট নিয়ে চলে যাবেন মানিকগঞ্জে। তিনি বলেন, ‘আমি বিভিন্ন এলাকায় ছবিটির শুটিং করব। এফডিসিতে কাজ করব দুই দিন।’ মিন্টু পূর্বাহ্নে বলেছেন, ‘আমি এর আগে বেনামে অনেক ছবি নির্মাণ করেছি। তবে এবারই প্রথম নিজের নামে পরিচালনা করছি।’

‘ক্ষমা নেই’ ছবিটির গল্প লিখেছেন শেখ ফজলুর রহমান মারুফ, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। এ প্রসঙ্গে মিন্টু বলেন, ‘মারুফ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। তিনি সুন্দর একটি গল্প দিয়েছেন বলেই সরকার অনুদান দিয়েছে। মুক্তিযুদ্ধ ও পঁচাত্তরের ১৫ আগস্ট-পরবর্তী বদলে যাওয়া রাজনীতির গল্প তুলে ধরব ছবিটিতে।’ ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘চাঁদনী’, ‘আত্ম অহংকার’, নিঝুম অরণ্য’সহ দেড় শতাধিক ছবির চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়