শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হলো স্পর্শিয়া-ফেরদৌসের অনুদানের ছবি ‘ক্ষমা নেই’

ইমরুল শাহেদ: অনুদানের অর্থ সহযোগিতায় নির্মিত ‘ক্ষমা নেই’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন বিশিষ্ট চিত্রগ্রাহক জেডএইচ মিন্টু। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে ছবিটি শুরু হয়েছে পূবাইল লোকেশনে। পরিচালক জানান, এ ছবিতে কাজ করছেন দিলারা জামান, ফালগুনি হামিদ, অর্চিতা স্পর্শিয়া, ফেসদৌস, ঝুনা চৌধুরী, মিনু এবং বেশ কয়েকজন মঞ্চাভিনেতা।

মঞ্চের শিল্পীরা মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করছেন। পরিচালক জানান তার ছবিতে তিনটি বিষয় একেবারেই নেই। প্রথমত এ ছবিতে কোনো নায়ক নায়িকা নেই, দ্বিতীয়ত তথাকথিত কোনো প্রেম নেই। এ ছবির কেন্দ্রীয় চরিত্র ‘বঙ্গবন্ধু’। ছবিটিতে সবাই শিল্পী হিসেবে কাজ করছেন। পরিচালক জানান, পূবাইলে তিন দিনের কাজ শেষ হলেই তিনি ইউনিট নিয়ে চলে যাবেন মানিকগঞ্জে। তিনি বলেন, ‘আমি বিভিন্ন এলাকায় ছবিটির শুটিং করব। এফডিসিতে কাজ করব দুই দিন।’ মিন্টু পূর্বাহ্নে বলেছেন, ‘আমি এর আগে বেনামে অনেক ছবি নির্মাণ করেছি। তবে এবারই প্রথম নিজের নামে পরিচালনা করছি।’

‘ক্ষমা নেই’ ছবিটির গল্প লিখেছেন শেখ ফজলুর রহমান মারুফ, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। এ প্রসঙ্গে মিন্টু বলেন, ‘মারুফ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। তিনি সুন্দর একটি গল্প দিয়েছেন বলেই সরকার অনুদান দিয়েছে। মুক্তিযুদ্ধ ও পঁচাত্তরের ১৫ আগস্ট-পরবর্তী বদলে যাওয়া রাজনীতির গল্প তুলে ধরব ছবিটিতে।’ ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘চাঁদনী’, ‘আত্ম অহংকার’, নিঝুম অরণ্য’সহ দেড় শতাধিক ছবির চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়