শিরোনাম
◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৯:১১ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সান্তাহার স্টেশনে সক্রিয় চোর চক্রের সদস্য গ্রেপ্তার, চাল উদ্ধার

মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশন থেকে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য তপু শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তপু সিরাজগঞ্জের রহমতগঞ্জ গ্রামের মৃত আমির শেখের ছেলে।

[৩] সোমবার বিকেলে তার বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে এসময় তার কাছে থাকা ৪৫ কেজি চোরাই চাল উদ্ধার করা হয়েছে।

[৪] পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ শে মার্চ দুপুর আড়াইটায় উপজেলার সান্তাহার পৌর শহরের হলুদঘরের জুয়েল সরদার নামের এক ট্রেন যাত্রী সান্তাহার স্টেশন থেকে নাটোর যাওয়ার জন্য বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় তার প্যান্টের পকেটে রাখা মানিব্যাগে রাখা ২৩২০ টাকা ও একটি মোবাইল চুরি হয় ।

[৫] এসময় তিনি থানা পুলিশের সহায়তা নিয়ে ট্রেনের ওই বগিতে যাত্রী বেশে থাকা পকেটমার চক্রের সদস্য নিলুফার দেহ তল্লাশি করে মোবাইল ফোন ও উল্লেখিত পরিমান টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার নিলুফার দেয়া তথ্য মতে, স্টেশনে মোবাইল ফোন ও মানিব্যাগ চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িত সাতজন সংঘবদ্ধ চোর চক্রের সদস্যদের নাম ওঠে আসে। তার মধ্যে তপু শেখ অন্যতম।

[৬] পুলিশ আরো জানান, সোমবার বেলা সাড়ে ১১ টায় কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনে ডিএমপির এক পুলিশ সদস্য একটি বস্তায় চাল ও অন্যান মালামাল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সেই তপু শেখ ওই পুলিশ সদস্যের চাল চুরি করে সান্তাহার স্টেশনে নেমে অবস্থান নেয়। ট্রেনটি মাদনগর স্টেশনে পৌঁছানোর পর চাল চুরির বিষয়টি জানতে পেরে ওই পুলিশ সদস্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে জানালে প্লাটফরম থেকে তপু শেখকে গ্রেপ্তারসহ চালগুলো উদ্ধার করেন।

[৭] সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামী তপুকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জোড় তৎপরতা চালানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়