শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ১২:৫১ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ১২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ থেকে পরীক্ষামূলক ফেরি চলবে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে

সাবরীন জেরীন: [২] পদ্মায় স্ত্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তায় দীর্ঘদিন বন্ধ থাকার পর মাদারীপুরের বাংলাবাজার ও শিমুলিয়া নৌরুটে আজ থেকে আবারও পরীক্ষামূলক ফেরি চালানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডবিউটিসি)।

[৩] এদিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চালু করার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট থেকে ফেরি বেগম রোকেয়া ও কদম নামে দুটি ফেরি রোববার বিকেলে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে এসেছে। আজ (৮ নভেম্বর) সকালে ফেরি দুটি পরীক্ষামূলক ছাড়া হবে। তবে বাণিজ্যিক ভিত্তিতে ফেরি চলার বিষয় এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

[৪] বিআইডবিউটিসি সূত্রে জানা গেছে, গত তিন মাসে অন্তত ছয় দফায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। গত ১৮ আগস্ট থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। নদীর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ৪ অক্টোবর থেকে পাঁচটি ছোট ফেরির মাধ্যমে আবার পারাপার শুরু করে। আবার কয়েক দিন ফেরি চলার পর ১১ অক্টোবর নদীতে আবার স্ত্রোত বেড়ে যায়। এ কারণে পদ্মা সেতুর নিরাপত্তা ও নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়। ১৪ অক্টোবর দুপুরে আবারও পরীক্ষামূলকভাবে শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুঞ্জলতা শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে যায়। পরে বিআইডব্লিউটিএ, পদ্মা সেতু ও সেনা কর্মকর্তারা নদীর সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে ফেরি চলাচল বন্ধ রাখেন। সর্বশেষ ২৬ অক্টোবর এই নৌপথে আবারও পরীক্ষামূলক দুটি ফেরি ছাড়া হয়। কিন্তু ঝুঁকি থাকায় ২৭ অক্টোবর থেকে পদ্মায় আর ফেরি চলাচল শুরু হয়নি।

[৫] রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বিআইডবিটিসি বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহম্মেদ বলেন, ফেরি ছাড়া হতে পারে সোমবার। এর জন্য দুটি ফেরি দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট থেকে আসছে। ফেরি দুটি কাল হয়তো পরীক্ষামূলক ছাড়া হতে পারে। তবে বাণিজ্যিকভাবে ফেরি চলাচলের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

[৬] সালাউদ্দিন আহম্মেদ আরও বলেন, ফেরি চালুর বিষয়ে কয়েকটি টিম পদ্মা সেতু এলাকায় কাজ করছে। তাদের সিদ্ধান্তই চুড়ান্ত হবে। তবে পদ্মায়  যেহেতু কমে আসছে সেহেতু দ্রত বাণিজ্যিক ভিত্তিতে ফেরি চলার সম্ভাবনা আছে।

[৭] বিআইডবিটিসি শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমেদ আলী বলেন, রোববার বিকেলে পদ্মার নৌ চ্যানেলে  গতি ছিল ৩ দশমিক ২৬ নটিক্যাল মাইল। এই অবস্থাতে ফেরি চালানোয় কিছুটা ঝুঁকি রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়