মারুফ হাসান: [২] লঞ্চের ভাড়া এক-তৃতীয়াংশের বেশি বাড়ানোর পর ধর্মঘট তুলে নিয়েছেন লঞ্চমালিকরা। এরই মধ্যে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করেছে লঞ্চ, বললেন বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন।
[৩] তিনি বলেন, ‘রাতে চাঁদপুর, ভোলা ও আশপাশের যে রুটগুলো আছে এবং বরগুনার লঞ্চও ভিড়েছে। সে ক্ষেত্রে যেগুলো বিকেলে যাওয়ার কথা ছিল তাদের মধ্যে কিছু লঞ্চ এখন ছেড়ে যাবে। ইতোমধ্যে লঞ্চ চলাচল শুরু হয়ে গেছে। কিছু কিছু লঞ্চ ভিড়েছে ঘাটে।’
[৪] রোববার সন্ধ্যায় ধর্মঘট তুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চ মালিক সমিতির সহসভাপতি শহীদুল ইসলাম ভূঞা।
[৫] শহীদুল ইসলাম ভূঞা বলেন, ‘ধর্মঘট তুলে নেয়া হয়েছে। আজ রাত থেকেই লঞ্চ চলাচল শুরু হবে। সময়সূচি অনুযায়ী যেসব জায়গায় লঞ্চগুলো যায় সেগুলো চলাচল শুরু করবে।’