মামুন হোসেন: [২] ক্ষমতাসীন কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, কাউন্সিলের সঙ্গে সমন্বয় ছাড়াই পররাষ্ট্রনীতি পরিচালনা করার জন্য শনিবার তিন সদস্যের কমিটি মাঙ্গুশকে বরখাস্ত করেছে। আলজাজিরা
[৩] পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে লিবিয়ার জাতীয় ঐক্যের অন্তরবর্তীকালীন সরকার রোববার প্রথম দিকে একটি বিবৃতিতে কাউন্সিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।
[৪] সরকারের ফেসবুক পেজে একটি বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টার প্রশংসা করে বলা হয়েছে তিনি তার দায়িত্ব স্বাভাবিকভাবে পালন করবেন।
[৫] সরকার বলেছে, প্রেসিডেন্ট কাউন্সিলের নির্বাহী কর্তৃপক্ষের সদস্যদের নিয়োগ বা বাতিল করার, তাদের স্থগিত বা তদন্ত করার কোনো আইনি অধিকার নেই। এই ক্ষমতাগুলো একমাত্র প্রধানমন্ত্রীর। সম্পাদনা : সাকিবুল আলম।