সুজিৎ নন্দী: [২] অবশেষে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মালিকদের গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। বিআরটিএ’র সঙ্গে ভাড়া পুননির্ধারনী বৈঠক শেষে রোববার বিকালে তিনি একথা বলেন।
[৩] তিনি বলেন, সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে। ধর্মঘট প্রত্যাহার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে। মানুষের ভোগান্তি যাতে আর না হয় এজন্য সব জেলা থেকে বাস চলাচল শুরু করার আহ্বান জানান তিনি।
[৪] বিআরটিএ’র একটি সূত্র জানায়, মালিকরা ভাড়া পুননির্ধারণের দাবি করলেও ডিজেলের দাম কমানোর বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি।