তাহেরুল আনাম, দিনাজপুর: [২] দিনাজপুরেও জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ৩য় দিনের মতো বাস, ট্রাক-ট্যাংকলরী-কাভাডভ্যান শ্রমিকদের ধর্মঘট অব্যাহত ।
[৩] রোববার (৭ নভেম্বর) দিনাজপুর বাস টার্মিনাল থেকে কোনো বাস না ছাড়ায় সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।
[৪] সবচেয়ে ভোগান্তিতে পড়েছে দুরপাল্লার যাত্রিরা বাস না পাওযায় গন্তব্যে পৌঁছাতে তাদের বেগ পেতে হচ্ছে। অটো ও বিভিন্ন যানবাহনে যাওয়ায অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে। অন্যদিকে বাস বন্ধ থাকায় অলসতা যেনো জেকে বসেছে শ্রকিমকদের শরীরে কেউ কেউ ঘুমিয়ে ও গল্প করে সময় পার করছে।
[৫] শ্রমিকদের অভিযোগ, সরকার যেটা করেছে সেটা অযৌক্তিক করোনার প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারিনি আমরা। তার উপর যদি এভাবে তেলের মূল্যবৃদ্ধি হয় তাহলে কিভাবে রাস্তায় বাস চলবে। সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের দিকে একটু দেখেন তা না হলে পরিবার পরিজন নিয়ে অনাহারে থাকতে হবে।