শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০১:১১ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকির তালুকদার: সব দেশ ক্রিকেট খেললে বাংলাদেশের র‌্যাংকিং হতো ফুটবলের মতোই

জাকির তালুকদার
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে মাঠের পারফরম্যান্সে নয়, ক‚টনৈতিক চ্যানেলে। কথাটি আমার নয়, সেই সময়ের ক্রিকেট বোর্ডের কর্মকর্তার, যিনি এমপিও ছিলেন। জগমোহন ডালমিয়া না থাকলে এই সুযোগ পেতো না বাংলাদেশের ক্রিকেট। দেশের বা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলকে ব্যাকফুটে ঠেলে দিয়ে ক্রিকেট নিয়ে মত্ত হলো কেন আমাদের সরকার। কারণ ফুটবলে পৃথিবীর প্রথম ১০টি টিমের মধ্যে ওঠে আসা কখনোই সম্ভব নয়। কিন্তু ক্রিকেটে সম্ভব। কারণ তখন পৃথিবীর মাত্র নয়টি দল টেস্ট খেলতো। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশের তালিকায় নাম লেখানোর সঙ্গে সঙ্গেই দশম স্থান পেয়ে গেলো। পরীক্ষায় তিনজনের মধ্যে থার্ড হওয়ার ব্যাপার। এটাকেই খুব বড় সাফল্য হিসেবে দেখায় সব সরকার। সরকারের ইঙ্গিতে ঝাঁপিয়ে পড়লো মিডিয়াও। এমন লেখা লিখতে শুরু করলো যেন ক্রিকেটের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না বাংলাদেশে। আর ক্রিকেটারদের চেয়ে বড় আইকন আর কেউ নেই। কেউ এই প্রশ্নটি তোলার অবকাশই পায় না যে পৃথিবীর কয়টি দেশের মানুষ ক্রিকেট খেলে বা ক্রিকেটের নাম জানে। সব দেশ ক্রিকেট খেললে বাংলাদেশের র‌্যাংকিং হতো ফুটবলের মতোই ১৯০ এর ঘরে।

এই বাস্তবতায় খারাপ খেললে বাংলাদেশের ক্রিকেটারদের গালি দেওয়ার কারণ নেই। কিন্তু পাবলিক গালি দেয়। কারণ ক্রিকেটারদের পেছনে খরচ করা হয় বেশুমার টাকা। তাদের দেওয়া হয় প্রচুর বেতন এবং বোনাস। সবই জনগণের টাকা। সরকারতো কোনো টাকা উপার্জন করে না। তারাও বেতন, বোনাস, গাড়ি, বাড়ি সব পায় জনগণের টাকাতে। জনগণের টাকা যারা ভোগ করবে, তারা মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে গালি খাবে সেটাই স্বাভাবিক। তবু ভারতের হারের পরে কোহলির দশ মাস বয়সী কন্যাকে ধর্ষণ করার মতো ইচ্ছা পোষণকারী ফ্যানাটিক ভারতীয়ের মতো কথা অন্তত বলে না বাংলাদেশের মানুষ। নিজেদের কষ্টার্জিত টাকার শ্রাদ্ধ মেনে নিয়ে ঘুমাতে চলে যায়। লেখক : কথাসাহিত্যিক। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়