শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ১১:১৬ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ কবে পাবে বিশ্ব মাতানো লেগস্পিনার?

স্পোর্টস ডেস্ক: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতি টেনেছে বাংলাদেশ দল। প্রাপ্তি-অপ্রাপ্তির জের টানা শেষ। একেবারেই শূন্য হাতেই দেশে ফিরে আসেন মাহমুদউল্লাহরা। মাঠের পারফর্ম্যান্সে বড় একটা গোল্লা পেয়েছে টাইগাররা, সেটা সবারই জানা। তবে বাংলাদেশের উইকেট আর আরব আমিরাতের উইকেট নিয়ে চলছে বিস্তর আলোচনা।

[৩] যে স্পিন বোলিং বাংলাদেশের শক্তির জায়গা, এবার কি সেই স্পিন নিয়ে একটুও ভাবাচ্ছে না ডমিঙ্গো বাহিনীকে। আর একটু পরিষ্কার করে বললে বাংলাদেশ স্কোয়াডে বরাবরই একটা ব্যাপার চিন্তার ভাঁজ ফেলে। আর তা হলো লেগ স্পিনার। অন্যান্য দলগুলো কি এদিক থেকে টাইগারদের সঙ্গে পার্থক্য গড়ে দেওয়ার কারণ নয় কী?

[৪] বৃহস্পতিবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের লজ্জার হার। এ হারের পেছনে যে মানুষটা ফ্রন্ট লাইনে থেকে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে তিনি অজি লেগি অ্যাডাম জাম্পা। নিয়েছেন গুনে গুনে পাঁচটি উইকেট। শুধু এই ম্যাচেই না এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টেই জাম্পার রিস্ট ঘুরেছে সেরাদের মতোই। ৪ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।

[৫] নিউজিল্যান্ড লেগস্পিনার ইশ শোধি। তারকা লেগি না হলেও বিশ্বকাপে এখন পর্যন্ত খেলেছেন তিন ম্যাচ। প্রতিটিতেই পেয়েছেন দুটি করে উইকেট। হালকা টার্নে ইকোনমি ঠিক রেখে ভালো জায়গায় বল করা এই রিস্ট স্পিনার স্পিন ট্রেকে যেকোনো সময় হয়ে উঠকে পারে প্রতিপক্ষের দুশ্চিন্তার কারণ।

[৬] ওয়ানিন্দু হাসারাঙ্গা আইসিসি ঘোষিত সবশেষ টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিয়ে রয়েছেন ১ নাম্বারে; যাকে বলা হচ্ছে শ্রীলঙ্কার পরবর্তী সুপার স্টার। বিশ্বকাপেও আলো ছড়ানো এই লেগ স্পিনার অভিষেকের পর থেকেই জানান দিচ্ছেন লেগ স্পিনারদের কার্যকর হওয়ার কথা। বাছাই পর্ব থেকে মূল পর্ব পর্যন্ত ৮ ম্যাচে নিয়েছেন প্রতিপক্ষের ১৬ উইকেট।

[৭] বিশ্ব ক্রিকেটে এসেছেন জয় করেছেন এমন একজন ক্রিকেটা রশিদ খান; যার দাপট এখন পুরো বিশ্বেই। নিজের দেশ আফগানিস্তানের হয়ে খেলে একশোর ওপরে ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়িয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে বেশ জনপ্রিয় এই লেগস্পিনার। চলতি বিশ্বকাপে নিজের নামের ওপর এতোটা সুবিচার করতে না পারলেও এ ম্যাচে করেছেন ৯ রানে ৪ উইকেট নেয়ার মতো স্পেল। এ ছাড়া ৪ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। - আরটিভি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়