কল্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রামের বাঁশখালীর যুব মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হীরা মনির হামলার ঘটনায় ৫জনকে আসামি করে গতকাল মামলা হয়েছে বাঁশখালী থানায়। হীরামনি আহত অবস্থায় বর্তমানে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে।
[৩] মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের উপজেলা সদরে নিজস্ব কার্যালয়ে জেল হত্যা দিবসের আলোচনা ও র্যালী শেষে হীরামনি তার নিজ বাড়ি পশ্চিম চাম্বল এলাকায় গেলে পুর্ব শত্রুতার জের ধরে তারউপর হামলা চালানো হয়। এসময় তার ডান হাত ভেঙ্গে যায়। তাকে প্রথমে বাঁশখালী হাসপাতালে পরে চমেক হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে বর্তমানে ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে সে।
[৪] এ হামলার ঘটনায় আহত যুব মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হীরা মনির স্বামী এরশাদ উল্লাহ হোছাইনী বাদী হয়ে মো. খোরশেদ আলম, মো. আনাচ, হোসনে আরা খানম, ফারজানা আকতার, ও কানিজ ফাতেমাসহ ৫ জনকে আসামি করে বাঁশখালী থানায় মামলা করে গতকাল।
[৫] এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হীরা মনির হামলার ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান ।