শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৮:৪৮ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হীরামনির উপর হামলার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

কল্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রামের বাঁশখালীর যুব মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হীরা মনির হামলার ঘটনায় ৫জনকে আসামি করে গতকাল মামলা হয়েছে বাঁশখালী থানায়। হীরামনি আহত অবস্থায় বর্তমানে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে।

[৩] মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের উপজেলা সদরে নিজস্ব কার্যালয়ে জেল হত্যা দিবসের আলোচনা ও র‌্যালী শেষে হীরামনি তার নিজ বাড়ি পশ্চিম চাম্বল এলাকায় গেলে পুর্ব শত্রুতার জের ধরে তারউপর হামলা চালানো হয়। এসময় তার ডান হাত ভেঙ্গে যায়। তাকে প্রথমে বাঁশখালী হাসপাতালে পরে চমেক হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে বর্তমানে ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে সে।

[৪] এ হামলার ঘটনায় আহত যুব মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হীরা মনির স্বামী এরশাদ উল্লাহ হোছাইনী বাদী হয়ে মো. খোরশেদ আলম, মো. আনাচ, হোসনে আরা খানম, ফারজানা আকতার, ও কানিজ ফাতেমাসহ ৫ জনকে আসামি করে বাঁশখালী থানায় মামলা করে গতকাল।

[৫] এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হীরা মনির হামলার ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়