শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৮:৪৮ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হীরামনির উপর হামলার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

কল্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রামের বাঁশখালীর যুব মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হীরা মনির হামলার ঘটনায় ৫জনকে আসামি করে গতকাল মামলা হয়েছে বাঁশখালী থানায়। হীরামনি আহত অবস্থায় বর্তমানে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে।

[৩] মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের উপজেলা সদরে নিজস্ব কার্যালয়ে জেল হত্যা দিবসের আলোচনা ও র‌্যালী শেষে হীরামনি তার নিজ বাড়ি পশ্চিম চাম্বল এলাকায় গেলে পুর্ব শত্রুতার জের ধরে তারউপর হামলা চালানো হয়। এসময় তার ডান হাত ভেঙ্গে যায়। তাকে প্রথমে বাঁশখালী হাসপাতালে পরে চমেক হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে বর্তমানে ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে সে।

[৪] এ হামলার ঘটনায় আহত যুব মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হীরা মনির স্বামী এরশাদ উল্লাহ হোছাইনী বাদী হয়ে মো. খোরশেদ আলম, মো. আনাচ, হোসনে আরা খানম, ফারজানা আকতার, ও কানিজ ফাতেমাসহ ৫ জনকে আসামি করে বাঁশখালী থানায় মামলা করে গতকাল।

[৫] এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হীরা মনির হামলার ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়