শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০২:০৬ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হলিউড মেগাস্টার কার্ক ডগলাসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন নাটালি উডের বোন

ইমরুল শাহেদ: হলিউডের প্রয়াত খ্যাতিমান অভিনেত্রী নাটালি উডকে যৌন হেনস্থার এই অভিযোগ তুলে ধরেছে, তারই বোন লানা উডের লেখা ‘লিটল সিস্টার’ নামে নতুন একটি বইতে। এটি বাজারে আসবে আগামী ৯ নভেম্বর। তিনি স্মৃতিকথা হিসেবে বইটি লিখেছেন।

বইটিতে দাবি করা হয় ৬০ ও ৭০ দশকের তারকা কার্ক ডগলাসের কাছে নাটালি উডের কিশোর বেলাতেই যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল। বলা হয়েছে, এই ঘটনাটি ঘটেছে ১৯৫৫ সালের এক গ্রীস্মে। বইটি বাজারে আনছে অ্যাসোসিয়েট প্রেস। ‘লিটল সিস্টার’ বইটিতে উল্লেখ করা হয়েছে, যৌন হেনস্থার এই ঘটনাটি ঘটেছিল ‘দি সার্চার্স’ ছবির শুটিংয়ের সময়।

বলা হয়েছে, তাদের দু’জনের সাক্ষাতের আয়োজন করেছিলেন তাদের মা মারিয়া জাকারেংকো ‘চেট্যু মারমন্ট’ হোটেলে। তার মা মনে করতেন, তার মেয়ের ক্যারিয়ারে সহায়তা করতে পারেন কার্ক ডগলাস। সেই সময়টাতে হলিউডে জপ করার মতো নাম ছিল কার্ক ডগলাস। তিনি ‘স্পার্টাকাস’, ‘দি ব্যাড’, ‘বিউটিফুল’ এবং ‘গানফাইট এট দি ওকে কোরাল’ ছবিতে অভিনয় করে খ্যাতির তুঙ্গে অবস্থান করছিলেন।

লানা উড লিখেছেন, ‘নাটালি গাড়িতে উঠার আগে মনে হচ্ছিল তিনি অনেক দেরি করেছেন। গাড়ির মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তার গাড়ির দরজা টোকায় আমার ঘুম ভাঙ্গে। তাকে খুব ভয়ার্ত, আলুথালু এবং বিপর্যস্ত দেখাচ্ছিল। মা এবং তিনি কি যেন ফিসফিস করে আলাপ করছিলেন। তাদের কথা আমি শুনতে পাচ্ছিলাম না এবং কিছু বুঝতেও পারছিলাম না। তবে এটুকু আঁচ করতে পেরেছি, আমার বোনের কিছু একটা ঘটেছে। যাই হোক সেটা শোনার বয়স তখনো আমার হয়নি।’ লানা উডের তখন বয়স ছিল আট বছর।

তিনি বলেছেন, তবে এটুকু তিনি বুঝেছিলেন, নাটালি এবং তার মা ডগলাসের বিরুদ্ধে প্রকাশ্যে যৌন হেনস্থা নিয়ে কোনো কথা বললে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে একমত হয়েছিলেন। লানা বলেছেন, নাটালি তাকে অনেক বছরই তার জীবনে কি ঘটেছিল তা নিয়ে কথা বলেননি। তিনি শুধু বলেছিলেন, তাকে ডগলাসের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি তাকে আঘাত করেছেন। কার্ক ডগলাস ১০৩ বছর বয়সে মারা গেছেন ২০২০ সালের ফেব্রæয়ারি মাসে। সূত্র: ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়