শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০২:০৭ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ হয়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন, দুবাইতে ছুটি কাটাবেন চার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : শেষ হয়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। এবার দেশে ফেরার পালা। শুক্রবার দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশ দলের ঢাকা ফেরার কথা থাকলেও চার ক্রিকেটার থেকে যাচ্ছেন আরব আমিরাতে। আরটিভি

আগামীকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা ও বিকেল সাড়ে ৪টায় এমিরেটসের ফ্লাইটে দেশে ফেরার কথা থাকলেও মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও তাসকিন আহমেদ থেকে যাবেন।

চার ক্রিকেটার ছাড়াও দলের কোচিং স্টাফের সবাইকে ছুটি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

‘সকাল সাড়ে ১০টা ও বিকেল সাড়ে ৪টার দুটি ফ্লাইটে ভাগ হয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ থেকে যাচ্ছে। এ ছাড়া কোচরাও এখন যাবেন না। তাদের ১১ তারিখ বাংলাদেশে ফেরার কথা রয়েছে।’

রাবিদ ইমাম আরও জানিয়েছেন, দলের কোচরা এক সপ্তাহ পর দলের সঙ্গে যোগ দেবেন পাকিস্তান সিরিজের জন্য।

এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও সাকিব আল হাসান আগেই দল ছাড়েন চোটে পরে। সাইফউদ্দিন দেশে ফিরলেও সাকিব চলে গেছেন পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে।

বিশ্বকাপে বাজেভাবে ব্যর্থ হওয়ার পর চলতি মাসের ১৯ তারিখ থেকে ঘরের মাঠে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। এ জন্য আগামী ১২ তারিখে অনুশীলন শুরুর কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়