মো. ইউসুফ মিয়া: [২] রাজবাড়ীর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্ব একটি বিশেষ টিম রাজবাড়ীর পৌরসভার বিনোদপুর লোকোশেড সংলগ্ন এলাকায় হান্নান শরীফ ওরফে বাবু (৪৫)কে ৭ কেজি গাঁজাসহ আটক করেছে।
[২] বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তালাবদ্ধ ঘর খুলে তল্লাশি করে প্লাস্টিক বস্তার ভিতর ৭ টি পলিথিনের প্যাকেটের মধ্যে ১ কেজি করে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করে। আসামি একজন এলাকার কুখ্যাত গাঁজা ব্যবসায়ী। আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।