শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ১২:০৩ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন

কল্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ জন এবং সাজাপ্রাপ্ত ২ জন সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে।

[৩] থানা সুত্রে জানা যায়, বাঁশখালী থানা পুলিশ গত সোমবার রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে থানা পুলিশের এস আই লিটন চাকমা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।

[৪] এসময় ১ হাজার পিচ ইয়াবাসহ সাতকানিয়া উপজেলার চওড়া ইউনিয়নের আমতলা চওড়াপাড়া এলাকার মৃত রোশন আলীর পুত্র আমান উল্লাহ (৭০)কে আটক করে । একইদিনে অপর অভিযানে২ হাজার ৫০০ পিচ ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফ উপজেলার ‎হীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার নজির আহমদের পুত্র মোঃ ইউনুস (২৫) এবং মহেশখালিয়া পাড়া টেক এলাকার মৃত এরশাদুর রহমানের পুত্র মো: সৈয়দ হোসেন (৩০) কে আটক করে। এদিকে বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামীতে আটক করেছে ।

[৫] বাঁশখালী থানা পুলিশ এর থানার এসআই দীপক কুমার সিংহ ও আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চাম্বল ও গন্ডামারা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। আটককৃত আসামীরা হলেন বাঁশখালীর পশ্চিম চাম্বলের বানু হোসনের পুত্র মনির উদ্দীন (৩০) ও গন্ডামারা বড়ঘোনা এলাকার হাসান মোহাম্মদের পুত্র নেজাম উদ্দীন (২৩)। তারা দুইজনই যৌতুক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী।

[৬] এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ৩জন এবং অপর অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামীকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়