শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ১২:০৩ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন

কল্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ জন এবং সাজাপ্রাপ্ত ২ জন সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে।

[৩] থানা সুত্রে জানা যায়, বাঁশখালী থানা পুলিশ গত সোমবার রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে থানা পুলিশের এস আই লিটন চাকমা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।

[৪] এসময় ১ হাজার পিচ ইয়াবাসহ সাতকানিয়া উপজেলার চওড়া ইউনিয়নের আমতলা চওড়াপাড়া এলাকার মৃত রোশন আলীর পুত্র আমান উল্লাহ (৭০)কে আটক করে । একইদিনে অপর অভিযানে২ হাজার ৫০০ পিচ ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফ উপজেলার ‎হীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার নজির আহমদের পুত্র মোঃ ইউনুস (২৫) এবং মহেশখালিয়া পাড়া টেক এলাকার মৃত এরশাদুর রহমানের পুত্র মো: সৈয়দ হোসেন (৩০) কে আটক করে। এদিকে বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামীতে আটক করেছে ।

[৫] বাঁশখালী থানা পুলিশ এর থানার এসআই দীপক কুমার সিংহ ও আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চাম্বল ও গন্ডামারা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। আটককৃত আসামীরা হলেন বাঁশখালীর পশ্চিম চাম্বলের বানু হোসনের পুত্র মনির উদ্দীন (৩০) ও গন্ডামারা বড়ঘোনা এলাকার হাসান মোহাম্মদের পুত্র নেজাম উদ্দীন (২৩)। তারা দুইজনই যৌতুক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী।

[৬] এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ৩জন এবং অপর অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামীকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়