শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০১:০৬ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে বঙ্গবন্ধুর গান শেয়ার দেওয়ায় বিএনপি নেতার সদস্যপদ স্থগিত

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গান ও আওয়ামী লীগের এমপির বক্তব্য শেয়ারের জেরে বিএনপি নেতার সদস্যপদ স্থগিত করা হয়েছে। এই ভুক্তভোগী নেতা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর। সোমবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুরের ফেসবুকে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য রচিত একটি গান ও আওয়ামী লীগ এমপির একটি বক্তব্য শেয়ার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই তথ্য জানার পর গত ২৪ অক্টোবর এ বিষয়ে জহুরুল আলম জহুরকে একটি কারণ দর্শানোর নোটিশ দেন। তিনি এই নোটিশের একটি জবাবও পাঠান। তাঁর পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক নয় উল্লেখ করে জহুরুল আলম জহুরের সদস্য পদ স্থগিত করা হয়। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য পদ ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (১) পদ স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জহুরুল আলম জহুর বলেন, `আমার কাছে পদ স্থগিতের কোনো আনুষ্ঠানিক চিঠি এখনো আসেনি। তবে ঘটনার বিষয়ে তিনি বলেন, আমার আইডি থেকে একটি গান ও বক্তব্য শেয়ারের কথা বলা হয়েছে। আমি ধারণা করছি এটি আমার অবুঝ মেয়ে কোনো এক সময় না বুঝে হয়তো শেয়ার করেছে, কিংবা কেউ আমার ফোন নিয়ে শেয়ার করে দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিষয়টি ঠিক কীভাবে ঘটেছে আমি নিশ্চিত না।' এ দিকে একই সময়ে আরও দুটি ভুয়া আইডি থেকেও এগুলো তাঁর নাম দিয়ে শেয়ার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জহুরুল আলম আরও বলেন, `আমি মনে করছি রাজনৈতিকভাবে আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে। আমি সব বিষয় বিস্তারিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছি। এরপর কি হয়েছে আমি এখনো অবগত নই।' - আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়