শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের উপশাখা উদ্বোধন

জাহাঙ্গীর লিটন: আইল্যান্ড সিকিউরিটিজ লি: এর উপশাখা উদ্বোধনী অনুষ্ঠান ও বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ ৩০ অক্টোবর (শনিবার) রাতে লক্ষ্মীপুর শহরের বাগবাড়ি একটি চাইনিষ্ট রেষ্টেুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান।

তিনি ফিতা কেটে সিকিউরিটিজ লি: এর উপশাখা শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শেয়ার বাজার বিশেষজ্ঞ চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লি: এর পরিচালক ও আইল্যান্ড সিকিউরিটিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন (এফসিএমএ)।

নোয়াখালী শাখা ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক (ফাইন্যান্স) মোহাম্মদ নাকিম উদ্দিন, সিনিয়র ম্যানেজার আবু সাঈদ,লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: শাহাদাত হোসেন।

বক্তব্য রাখেন, হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেন, সোসাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবির, ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক মো: সানা উল্যাহ (প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ দিল জাহান, হেড অব কমপ্লায়েন্স মো: শাহীন, মো: ইরফান (আইটি), সিনিয়র এক্সিকিউটিভ খুলনা শাখা নেপাল চন্দ্র মজমুদার, সিনিয়র এক্সিকিউটিভ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম ও লক্ষ্মীপুর শাখার ইনচার্জ সাইফুর রহমান প্রমুখ।

বিশেষ আলোচক মোহাম্মদ মহিউদ্দিন (এফসিএমএ) বলেন, সব ব্যবসায় লাভ-ক্ষতি আছে। কিন্তু শেয়ারবাজারে ক্ষতি মিনিমাইজ করার সুযোগ বেশি। তাই বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক বেশি।

সকলকে গুজবে কান না দিয়ে এবং জেনে বুঝে বিনিয়োগ করার আহবান জানান। সময় তিনি শেয়ারবাজার ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন।

আইল্যান্ড সিকিউরিটিজের শাখা অফিসের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও প্রবাসীরা দেশের শেয়ারবাজার সম্পর্কে জানতে পারবে ও বিনিয়োগ বিষয়ক যে ধরনের সেবা পাওয়া পাবে। এসময় বিনিয়োগকারী, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়