শামীম আহমেদ জিতু
ক্রিকেট নিয়ে আনন্দ করি। দুঃখ করি। হতাশা প্রকাশ করি। কিন্তু কী খেললে, কী করলে ভালো হতো, সেটা বলি না। কারণ ওইটা আমার এক্সপার্টাইজ না। বছরে ২৬১ কোটি টাকার বাজেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তারা আমার চেয়ে কম বোঝে পিচ? খেলোয়াড়? স্কুপ শট? তারা আমার চেয়ে বেশি বোঝে, তারপরও যা করে বুঝে শুনেই করে। সেটা ঠিক হলেও, ভুল হলেও। আমি গিয়ে যদি তাদের ক্রিকেট শিখাই, তাদের কেমন লাগে বুঝি।
লিটন যদি এসে আমাকে বলতো, ‘ভাই, করোনা ভাইরাসে হার্ড ইমিউনিটি নিয়ে আপনি যা বলছেন, তা ঠিক নয়।’ তাহলে থাপ্পড় দিয়ে লিটনের দাঁত ফেলে দিতাম! কারণ করোনা ভাইরাস নিয়ে আমি যা জানি, যা বুঝি, যা লিখি, তার ১০০০ শতাংশের ১ শতাংশও জাতীয় দলের কেউ জানে না। তবে তারা বলতে পারে ভাই আপনি এমনে লেখেন কেন? একটু মোলায়েম করে লিখলেও তো পারতেন। আমিও তাদের তাই বলি। ভাই আমার জীবনে বিনোদন হচ্ছে ঘরোয়ার চিকেন রোল, ঢাকা কাবাবের প্যাটিস, ফাইয়াজের ফেসবুক পোস্ট, আপনাদের ক্রিকেট খেলা আর পরীমণির আদর্শ। আমাকে বিনোদন থেকে বঞ্চিত করেন কেন? লেখক : জনস্বাস্থ্য বিশেষজ্ঞ