শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৩:০৩ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিনুল ইসলাম: ক্রিকেট শুধু স্কিলের খেলা নয়, মাথায় কিছু থাকা লাগে

আমিনুল ইসলাম
আমার ক্ষুদ্র ক্রিকেটীয় জ্ঞানে কিছু কথা বলি। লিটন একটা স্ট্যাম্পিং মিস করেছেন। খুব সহজ বল ধরতে পারেনি সাকিবের বলে। নিকোলাস পুরান এরপর চারটা ছক্কা মেরেছে। ব্যাটিংয়ে লিটন পুরো সময় ক্রিজে ছিলেন। বাংলাদেশ যদি জিতেও যেতো, এরপরও আমি বলতাম, লিটনকে এই দল থেকে বাদ দিতেই হবে। লিটন যতোগুলো বল খেলেছেন, তার প্রায় সমান বল তিনি মিস করেছেন! এমনকি চল্লিশটা বল ফেস করার পরও ব্যাটে বল লাগাতে পারেননি। গিভ হিম এ ব্রেক। এ লং ব্রেক। এরপর আসি মোস্তাফিজে। আমি বাংলাদেশ দলের কোনো খেলা মিস দিই না। একদম খুব বেশি কাজ না থাকলে আমি বাংলাদেশের সকল খেলা দেখি। দীর্ঘদিনের খেলা দেখার অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে, বাংলাদেশ দলের প্রায় সকল খেলোয়াড় দেশের জন্য খেলেন। এই যে লিটন আজ শেষ পর্যন্ত পারলেন না।

আমি হলফ করে বলতে পারবো, তিনি দেশের জন্যই খেলেছেন। এ জন্য শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে রেখেছিলেন। কিন্তু পারেননি। কারণ তিনি ফর্মে নেই। কিন্তু মোস্তাফিজকে আমার মনে হয়েছে ভয়ঙ্কর স্বার্থপর খেলোয়াড়। এটা শুধু খেলা দেখে নয়। গত অনেক খেলা দেখে আমি এই সিদ্ধান্তে এসেছি। লাস্ট ওভারে মোস্তাফিজ উইকেট পাওয়ার জন্য বল করেছেন। অথচ ওই পরিস্থিতিতে পৃথিবীর সেরা বোলারও  রান কম দেওয়ার জন্য বল করবেন। কিন্তু মোস্তাফিজ চেয়েছেন উইকেট নিতে। কারণ তিনি নিজের জন্য খেলেন। দলের জন্য নয়। আমরা মোস্তাফিজের করা শেষ ওভারের জন্য হেরেছি। ওই ওভারে দুইটা ছয় দিয়েছেন তিনি। অন্তত আমার এমনটাই মনে হয়েছে। তাকে ভালো করে বোঝাতে হবে, ক্রিকেট একটা দলীয় খেলা। তুমি নিজে উইকেট পাবার জন্য এখানে খেলতে আসোনি। পুরো দেশের মানুষ এই খেলা দেখে। তুমি একটা উইকেট পাবা, সেই আশায় নিজের ইচ্ছামতো বল করতে পারো না। যেখানে কিনা দরকার রান সেভ করার। এটা শুধু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেবল নয় এমনকি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজেও এই ছেলেটা একই কাজ করেছে। তাদের বুঝতে হবে, তারা বাংলাদেশের জন্য খেলে।

শেষ মন্তব্য মুশফিককে নিয়ে। তার মাথায় আমার ধারণা বুদ্ধি একটু কম। জগতের সবার মাথায় একরকম বুদ্ধি থাকবে, এমনটাও নয়। ইন্ডিজের বিরুদ্ধে শট খেলার ওই মুহূর্তে কি কোনো দরকার ছিলো? এরপরও খেলেছেন। মুশফিক খুব কম খেলাই শেষ করে আসতে পেরেছেন। উল্টো অনেক খেলায় সে আমাদের ডুবিয়ে ফিরেছেন। তাকেও বাদ দিতে হবে এই দল থেকে। ক্রিকেট শুধু স্কিলের খেলা নয়। মাথায় কিছু থাকা লাগে। ঠিক যেমনটা করেছেন লাস্ট ওভারে আন্দ্রে রাসেল। বোলার হিসেবে খুব একটা স্কিল তার নেই। এমন না ভয়ঙ্কর পেস আছে। অথচ মাথা ঠান্ডা রেখে ১২ রান ডিফেন্ড করেছেন। উইকেটে কিন্তু একজন সেট ব্যাটসম্যান ছিলেন মাহমুদউল্লাহ। তাকেও দোষ দেবো না। ইট ওয়াজ জাস্ট গুড বোলিং। কারণ রাসেল মাথা খাটিয়ে বল করেছেন। ওভার অ্যান্ড আউট। অসরহঁষ ওংষধস-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়