তৌহিদুর রহমান নিটল: [২] ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের স্পিডবোর্ড ও বালুবাহী বোর্ডের সংঘর্ষের ঘটনা ঘটে।
[৩] শনিবার রাত সাঁড়ে ৮ টার দিকে উপজেলার মরিচাকান্দি মেঘনা নদীতে সংর্ঘষে ফরিদ মিয়া (৪৫) নামে এক স্পিডবোর্ড যাত্রী নিহত হয়েছেন। সে নরসিংদী সদর এলাকার সংগিতা গ্রামের জুলফু মিয়ার ছেলে ।
[৪] পুলিশ ও স্হানীয় সূএে জানা যায়, রাতে নরসিংদী থেকে ছেড়ে আসা একটি স্পিডবোর্ড ড্রাইভারসহ ১২ জন যাত্রী ছিল। মেঘনা নদীর মরিচাকান্দি অংশে স্পিডবোর্ডটি বালুবাহী বোর্ডের সাথে সংর্ঘষ হয়েছে। তখন ফরিদ মিয়া নামে এক যাত্রী গুরুতর আহত হলে তাকে নরসিংদী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
[৫] বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু আহমেদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদ মিয়া নামে এক যাত্রী মারা গেছেন। আরো কয়েজন সামান্য আহত হয়েছেন। মরিচাকান্দি ঘাটে আমাদের পুলিশ সদস্যরা রয়েছে ।