শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ১১:২৭ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুত্র আরিয়ানকে নিয়ে শঙ্কা, নতুন সিদ্ধান্ত নিলেন শাহরুখ-গৌরী

বিনোদন ডেস্ক: খুশির হাওয়া বইছে খান পরিবারে। ছেলে আরিয়ান ঘরে ফিরতেই উৎসবের আমেজ শাহরুখের অট্টালিকায়। আলো ঝলমলে ‘মান্নাত’-এ যেন সময়ের আগেই দীপাবলি এসে গেছে। তবে ছেলেকে নিয়ে শঙ্কায় আছেন শাহরুখ-গৌরী দম্পতি।

২৮ দিন মানুষের সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আরিয়ান। কারও কারও চোখে তিনি অপরাধী। ২৬ দিন বন্দী ছিলেন মুম্বাইয়ের আর্থার রোড জেল কারাগারে। তার পরিচিতি ছিল, 'কয়েদি নম্বর ৯৫৬'। গেলো এক মাসে তার মনের ওপর যে ঝড় বয়ে গেছে, নিজের ঘরে ফিরে এলেও সেই ভয়াবহতাকে ভুলে যাওয়া কঠিন। ছেলেকে নিয়ে এমন শঙ্কায় আছেন শাহরুখ-গৌরী। আর তাই সচেতন বাবা-মায়ের মতোই ছেলের জন্য মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

জানা গেছে, বাড়ি ফিরেই বাবা-মাকে জড়িয়ে ধরে কেঁদেছেন আরিয়ান। ছোট ভাই কিছু না বুঝলেও বড় ভাইয়ের ঘরে ফেরার আনন্দে আত্মহারা। বোন সুহানা থাকেন দেশের বাইরে। ভিডিও কলে ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেলেছেন তিনিও।

আর দু'দিন পরেই শাহরুখ খানের জন্মদিন। প্রতিবারের মতো এবারও কি বারান্দায় এসে চিরাচরিত ভঙ্গিতে হাত নাড়বেন কিং খান? এই অভিনেতার ঘনিষ্ঠ একজন ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এ বছরও অনুরাগীদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাদের ধন্যবাদ জানাবেন তিনি। এমনকি আগামী ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনও পালিত হবে ঘরোয়াভাবেই। সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়