শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজপথে নেমে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ শিল্পী-কলাকুশলীর

মহসীন কবির: [২] দেশের বিভিন্ন স্থানে সম্প্রতিক সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সরব হয়েছেন শিল্পী-কলাকুশলীরা।  শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সমাবেশ করছেন তারা। ডেইলি ষ্টার

[৩] এই প্রতিবাদের আয়োজন করেন ১৪টি সংগঠনের জোট ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আয়োজনের সদস্য সচিব উপস্থাপক আনজাম মাসুদ।

[৪] 'ঐতিহ্য ও কৃষ্টির এই দেশে, থাকি সবাই মিলেমিশে'—এই স্লোগান নিয়ে রাজপথে প্রতিবাদে অংশ নিয়েছিলেন অভিনয়শিল্পী মামুনুর রশীদ, তারিক আনাম খান, শমী কায়সার, তারিন, ইরেশ যাকের, দীপা খন্দকার, শাহেদ আলী সুজন, আহসান হাবিব নাসিম, মীর সাব্বির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে গোলাম কুদ্দুস, সম্প্রীতির বাংলাদেশের সভাপতি পীযুষ বন্দ্যোপাধ্যায়, পরিচালক গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, চয়নিকা চৌধুরী, শিহাব শাহীন, কামরুজ্জামান সাগর, পিকলু চৌধুরী, নাট্যকার মাসুম রেজা, দেবাশীষ বিশ্বাস, কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার, গীতিকার মাহমুদ মানজুরসহ অনেকেই। ইত্তেফাক

[৫] তারিক আনাম খান বলেন, 'মুক্তিযুদ্ধের নঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। এমন ঘটনা দেখে ব্যক্তি হিসেবে খুব কষ্ট হয়। প্রতিবাদ যেভাবে হওয়ার কথা ছিল, সেভাবে হচ্ছে না। ক্ষমতার রাজনীতি থেকে সরে এসে উন্নত সমাজ তৈরি করতে না পারলে আমরা কেউই নিরাপদ না।'

[৬] অভিনেত্রী তারিন বলেন, 'সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হচ্ছে, এটা খুব দুঃখজনক। আমার জন্ম কুমিল্লাতে। ছোটবেলায় আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মাঝে সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে বড় হয়েছি। আমাদের ভেতরে সম্প্রীতি ছিল। কিন্তু কিছু দিন আগে কুমিল্লা ছাড়াও বিভিন্ন জায়গায় যে ঘটনাটি ঘটেছে, বোঝাই যাচ্ছে এটা উদ্দেশ্যপ্রণোদিত। বঙ্গবন্ধু আমাদের যে অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিয়েছিলেন, সেই পরিবেশটুকু আমরা ফেরত চাই।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়