আফরোজা সরকার: [২] রংপুর মহানগরীতে ফুচকার ব্যবসার আড়ালে রমরমা মাদকের ব্যবসা চলছে। বৃহস্পতিবার নগরীর ১৯নং ওয়ার্ড সুরভী উদ্যানের পাশে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) মাদক বিরোধী অভিযানে বিশ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২ জন ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছেন।
[৩] শুক্রবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান। তিনি জানান, ম্যাকডোনাল্ড ফুচকা হাউজের সামনে নেশা জাতীয় মাদকদ্রব্য ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ২ জন মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- ২৭নং ওয়ার্ডের বনানী পাড়া চারতলা মোড় এলাকার আবু তৈয়ব সেতুর পুত্র আলমগীর কবির শুভ (২০) ও ৯নং ওয়ার্ড কামাল কাছনা মৃত মজিবর রহমানের পুত্র আব্দুল কাফি (৩৪)কে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধিন একটি মামলা দায়ের করা হয়।