শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬২ রানে চার উইকেট, পোলার্ড রিটায়ার্ড হার্ট

রাহুল রাজ: [২] স্কোর বোর্ডে ৬৫ রান তুলতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলারেরা। ওয়েস্ট ইন্ডিজের অধিনায় পোলাড রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গেছেন।

[৩] মেহেদী হাসান ২ উইকেটের সঙ্গে মোস্তাফিজ ১ উইকেট তুলে নিয়েছেন। অ্যান্ডে রাসেল ক্রিজে নেমে কোন রান না করেই তাসকিনের বলে রান আউট হয়ে ফিরে গেছেন।

[৪] গেইল ৪, ইভেন লুইস ৬ ও শিমরন হেটমায়ার ৯ ও রাসেল ০ রানে সাজ ঘরে ফিরেছেন।

[৫] টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিধান্ত নেয় বাংলাদেশ। স্কোর : ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান।

[১] ৩ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

[২] স্কোর বোর্ডে ৩৩ রান তুলতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলারেরা। মেহেদী হাসান ২ উইকেটের সঙ্গে মোস্তাফিজ ১ উইকেট তুলে নিয়েছেন।

[৩] গেইল ৪, ইভেন লুইস ৬ ও শিমরন হেটমায়ার ৯ রানে সাজ ঘরে ফিরেছেন।

[৪] টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিধান্ত নেয় বাংলাদেশ। স্কোর: ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৫ রান।

[১] লুইস ও গেইল সাজঘরে

[২] তিন পেসার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদকে ফিরিয়ে আনা হয়েছে। স্পিনার নাসুম আহমেদকে বাদ দেওয়া হয়েছে। আগের থেকেই আছেন শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। ক্যারিবিয়ানদের বিপক্ষে আরো একটি পরিবর্তন এনেছে দল।

[৩] উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান পেটে ব্যথা থাকায় খেলতে পারছেন না। তাকে আজ হোটেলে রেখে মাঠে এসেছে বাংলাদেশ। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। প্রথম ম্যাচে অলরাউন্ডার বিবেচনায় সৌম্যকে মাঠে নামিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভালো করতে পারেননি বলে বাদ পড়েন। চার ম্যাচ বাইরে থাকার পর আজ আবার যুক্ত হচ্ছেন তিনি।

[৪] শারজায় আজ সীমানা খুবই ছোট। এক পাশে ৬১ মিটার। অন্যপাশে ৬৯ মিটার। এখানে ছক্কা হবে হরহামেশা। পেশিশক্তির খুব একটা প্রয়োজন হওয়ার কথা নয়। স্কিলই যথেষ্ট। তবে ওয়েস্ট ইন্ডিজের পেশিশক্তির সঙ্গে স্কিলও রয়েছে। বাংলাদেশের একমাত্র ভরসা স্কিল। এভিন লুইসকে ৬ রানে ফিরিয়ে দিয়েছেন মোস্তাফিজ। দ্বিতীয় ওভারে ক্রিস গেইলকে সরাসরি বোল্ট করেন মেহেদী।

[৫] এদিকে ওয়েস্ট ইন্ডিজ দলেও দুটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে ধীর গতিতে ব্যাটিং করা লেন্ডল সিমন্সকে বাদ দিয়ে রোস্টন চেজকে নেওয়া হয়েছে। বাদ পড়েছেন হেইডেন ওয়ালশ। তার জায়গায় এসেছেন জেসন হোল্ডার।

[৬] দুই দল আজ একই সমীকরণে দাঁড়িয়েছে। প্রথম দুই ম্যাচ দুই দলই হেরেছে। আজ যারা হারবে তাদের বিশ্বকাপের সেমিফােইনালের আশা প্রায় শেষই হয়ে যাবে।

[৭] বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

[৮] ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, এভিন লুইস, রোস্টন চেজ, নিকোলাস পুরান (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, কিয়েরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন, রবি রামপল।

[৯] স্কোর: ৪ ওভার শেষে ২ উইকেটে ১৯ রান। সিমরান ১ ও রোস্টান ৬ রানে অপরাজিত আছেন।

[১] টসে জিতে ফিল্ডিং করেছে বাংলাদেশ, একাদশে নেই সোহান, কিপিংয়ে লিটন

[২] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে নুরুল হাসান সোহানকে পাচ্ছে না বাংলাদেশ। শারজায় টস হওয়ার ঘণ্টাখানেক আগে তার বাদ পড়ার খবর জানা গেছে। পেটের ব্যথায় খেলবেন না এই উইকেটকিপার ব্যাটসম্যান।

[৩] সোহানের বদলি হিসেবে একাদশে ঢুকছেন শামীম হোসেন পাটোয়ারী। আর উইকেটকিপিংয়ে দেখা যাবে লিটন দাসকে।

[৪] ব্যাট হাতে বিশ্বকাপে ফর্মে নেই সোহান। এমনকি সুপার টুয়েলভের দুটি ম্যাচে উইকেটের পেছনে থেকে নেই কোনো ডিসমিসাল। এবারের আসরে দুই পর্বে পাঁচ ম্যাচ খেলে ২১ রান করেছেন, সর্বোচ্চ ১৬ রান ইংল্যান্ডের বিপক্ষে।

[৫] বাংলাদেশের সামনে আজ শেষ সুযোগ। জিততেই হবে। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে জয় শব্দটি ছাড়া মাহমুদউল্লাহদের সামনে আর কোনো সমীকরণ কিংবা পথ খোলা নেই। বাঁচা-মরার মহারণে প্রতিপক্ষ উইন্ডিজ বলে সফল হওয়ার স্বপ্ন দেখতেই পারে লাল সবুজের দল।

[৬] টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে কাছাকাছি দুই দল। বাংলাদেশ ২৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আর উইন্ডিজ ২৩৩ পয়েন্ট নিয়ে দশে। এই ফরম্যাটে মুখোমুখি হওয়া ১২ ম্যাচে উইন্ডিজ জিতেছে ৬টিতে আর বাংলাদেশে ৫টিতে। বিশ্বকাপে দুইবারের দেখায় একটি করে জয়-পরাজয়। টি-টোয়েন্টিতে সবশেষ ৫ ম্যাচে বাংলাদেশের জয় আছে তিনটিতে। এছাড়া ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজেও জিতেছে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে এই দলটির সঙ্গে সাম্প্রতিক ফর্ম ভালো। তাই তো বাংলাদেশ ক্যাম্পের জন্য এখন উইন্ডিজই আশা, উইন্ডিজই ভরসা। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়