শিরোনাম
◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০১:৪৭ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নয়নের অগ্রযাত্রায় নারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ওয়াসিকা আয়শা খান এমপি

মনিরুল ইসলাম: [২] বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারীর অগ্রগায়নে প্রধানমন্ত্রী যুগোপযোগী বহুমুখী পদক্ষেপসহ তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। নারী, শিশু ও মাতৃস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার কমিউনিটি ক্লিনিকসহ আরো অনেক পদক্ষেপ বাস্তবায়ন করেছে।

[৩] তিনি বলেন, শেখ হাসিনা যে অপ্রতিরোধ্য গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সাথে তাল মিলিয়ে নারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

[৪] সিরাজগঞ্জ জেলার 'উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২১'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন ওয়াসিকা আয়শা খান।

[৫] স্থায়ী কমিটির সভাপতি বলেন, নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যায়। তৈরি পোশাক শিল্পে নব্বই ভাগ অবদান নারীদের, কুটির শিল্প, কৃষিখাতসহ সকল ক্ষেত্রেই নারীরা অসামান্য অবদান রেখে চলেছে। নারীরা সকল ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। স্থানীয় সরকার পর্যায়সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সকল জায়গায় নারীদের সুদক্ষ অংশগ্রহণ দৃশ্যমান। এসময়, দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে নিরলসভাবে কাজ করার আহবান জানান ।

[৬] উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার আলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিবলী ইসলাম কবিতার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, মাহিয়া জামান মালা, ডাঃ জান্নাত আরা তালুকদার হেনরী, ফয়সাল কাদের রুমি, গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়