শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০১:৪৭ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নয়নের অগ্রযাত্রায় নারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ওয়াসিকা আয়শা খান এমপি

মনিরুল ইসলাম: [২] বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারীর অগ্রগায়নে প্রধানমন্ত্রী যুগোপযোগী বহুমুখী পদক্ষেপসহ তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। নারী, শিশু ও মাতৃস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার কমিউনিটি ক্লিনিকসহ আরো অনেক পদক্ষেপ বাস্তবায়ন করেছে।

[৩] তিনি বলেন, শেখ হাসিনা যে অপ্রতিরোধ্য গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সাথে তাল মিলিয়ে নারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

[৪] সিরাজগঞ্জ জেলার 'উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২১'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন ওয়াসিকা আয়শা খান।

[৫] স্থায়ী কমিটির সভাপতি বলেন, নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যায়। তৈরি পোশাক শিল্পে নব্বই ভাগ অবদান নারীদের, কুটির শিল্প, কৃষিখাতসহ সকল ক্ষেত্রেই নারীরা অসামান্য অবদান রেখে চলেছে। নারীরা সকল ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। স্থানীয় সরকার পর্যায়সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সকল জায়গায় নারীদের সুদক্ষ অংশগ্রহণ দৃশ্যমান। এসময়, দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে নিরলসভাবে কাজ করার আহবান জানান ।

[৬] উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার আলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিবলী ইসলাম কবিতার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, মাহিয়া জামান মালা, ডাঃ জান্নাত আরা তালুকদার হেনরী, ফয়সাল কাদের রুমি, গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়