মাজহারুল ইসলাম: [২] ইউরোর মতো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেরও অন্যতম স্পনসর কোকা-কোলা। প্রচারণার অংশ হিসেবে সংবাদ সম্মেলনে টেবিলে রাখা ছিল কোকা-কোলার বোতল। কিন্তু চেয়ারে বসেই ওয়ার্নার বোতল দুটি সরিয়ে নেন। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত আইসিসির এক সাপোর্টিং স্টাফকে এই বাঁহাতি ওপেনার জিজ্ঞেস করছিলেন, তিনি বোতল সরিয়ে রাখতে পারবেন কি-না।
[৩] সেখান থেকে ‘না’ সূচক উত্তর মেলার পর ওয়ার্নার অবশ্য বোতল দুটি আবার আগের জায়গাতেই রেখে দেন। পরে অবশ্য তিনি বলছিলেন, যদি এটা ক্রিশ্চিয়ানোরজন্য ভালো হয়, তবে আমার জন্যও হবে।
[৪] রোনালদোর সেই কোকা-কোলা বর্জন কাণ্ডের পর কোম্পানিটির শেয়ার বাজারে দরপতন হয়েছিল মোট ৫২০ কোটি ডলার।