শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বার্থের সংঘাত এড়াতে মোহনবাগানের দায়িত্ব ছাড়ছেন সৌরভ

স্পোর্টস ডেস্ক: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অনুকরণে ২০১৪ সালে ভারতীয় ফুটবলে শুরু হয়েছিল ফ্র্যাঞ্চাইজি লিগ। শুরুর আসর থেকে অ্যাটলেটিকো ডি কলকাতা ছিল অন্যতম একটি ফ্র্যাঞ্চাইজি। শুরু থেকেই কলকাতা ফ্রাঞ্চাইজির সাথে যুক্ত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে এবার দায়িত্ব ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

[৩] প্রথমে অ্যাটলিকো ডি কলকাতা (এটিকে) নামে খেললেও সর্বশেষ ২০২০ সালে ভারতের অন্যতম জনপ্রিয় ক্লাব মোহনবাগানের সাথে যুক্ত হয় এ ফ্র্যাঞ্চাইজিটি। তখন থেকে ফ্র্যাঞ্চাইজিটির নাম হয়েছে এটিকে মোহনবাগান। তখনও এর দায়িত্বে ছিলেন দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

[৪] সোমবার (২৫ অক্টোবর) আইপিএলের ফ্র্যাঞ্চাইজি নিলামে দল কিনেন এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। সৌরভের সাথে বিসিসিআই এবং এটিকে মোহনবাগানের স্বার্থের সংঘাত তৈরি হতো। তাই তো মোহনবাগান থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

[৫] মোহনবাগানের সাথে যুক্ত থাকলে সৌরভ এবং সঞ্জীব গোয়েঙ্কার সাথে দুই জায়গায় দুই ধরনের সম্পর্ক তৈরি হতো। এ কারণেই মূলত স্বার্থের সংঘাতের বিষয়টি সামনে চলে আসে। এ বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্যই মূলত মোহনবাগানের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলি।

[৬] ইন্ডিয়ান সুপার লিগের প্রথম মৌসুম থেকেই কলকাতা ফ্রাঞ্চাইজির অন্যতম বড় বিজ্ঞাপণ ছিলেন সৌরভ গাঙ্গুলি। বিজ্ঞাপণ থেকে খেলার মাঠ সবজায়গায় তার সরব উপস্থিতি ছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড পরিচালনায় স্বচ্ছতা রাখার জন্যই এ দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়