আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘির সান্তাহারে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার সময় সুজন মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
[৩] মঙ্গলবার (২৬ অক্টোবর) মঙ্গলবার দুপুরে সান্তাহার উপহার টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়। সুজন মিয়া নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর গ্রামের গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সান্তাহার মেহেরুননেছা মেডিক্যাল ষ্টোরের মালিক শফিকুল ইসলামের নিকট বিভিন্ন রকমের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তার কাছে থেকে ১৫ হাজার টাকা দাবি করেন। এসময় সুজন মিয়ার আচরণ সন্দেহ হলে জনতা তাকে আটক করে সান্তাহার ফাঁড়ি পুলিশের নিকট সোপর্দ করে।
[৫] সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, সে (ভুয়া ডিবি পুলিশ সুজন মিয়া) প্রতারণা করেছে কিনা তা খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি