শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ১০:৪৯ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ১২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ৬

আজিজুল ইসলাম: [২] যশোরের বাঘারপাড়ায় একাত্তরের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- উপজেলার আগড়া গ্রামের লুৎফর রহমান, নুর ইমাম ও খয়বর রহমান এবং বাঘারপাড়ার হোসেন আলী,আবু বক্কর ও আবুল হোসেন।

[৪] আটকৃতদের ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠানো হয়েছে।

[৫] আটকৃতদের বিরুদ্ধে সম্প্রতি করা মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

[৬] মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা উপজেলার ইন্দ্রা গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইকরাম আলী, কওছার আলী ও আজিবর বিশ্বাসসহ ১০ থেকে ১২টি বাড়িতে ১৯৭১ সালের ৫ জুন অগ্নিসংযোগ ও লুটপাট করে । এছাড়া মুক্তিযোদ্ধা আসেক আলীকে তার বাড়ি থেকে অপহরণ করে রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতন চালিয়ে চিত্রা নদীর তীরে গুলি করে হত্যা করে।

[৭] মামলা দায়েরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্তের পর ২১ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিনসদস্যের বেঞ্চ গ্রেফতারী পরোয়ানা জারি করেন। যশোর জেলা পুলিশ ২৩ অক্টোবর পরোয়ানা হাতে পাওয়ার পরে ২৪ অক্টোবর উর্ধতন কর্মকর্তার নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ অফিসার রুপন সরকার ও বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করে ঢাকা আন্তর্জাতিক আদালতে পাঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়