শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ১০:৪৯ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ১২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ৬

আজিজুল ইসলাম: [২] যশোরের বাঘারপাড়ায় একাত্তরের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- উপজেলার আগড়া গ্রামের লুৎফর রহমান, নুর ইমাম ও খয়বর রহমান এবং বাঘারপাড়ার হোসেন আলী,আবু বক্কর ও আবুল হোসেন।

[৪] আটকৃতদের ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠানো হয়েছে।

[৫] আটকৃতদের বিরুদ্ধে সম্প্রতি করা মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

[৬] মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা উপজেলার ইন্দ্রা গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইকরাম আলী, কওছার আলী ও আজিবর বিশ্বাসসহ ১০ থেকে ১২টি বাড়িতে ১৯৭১ সালের ৫ জুন অগ্নিসংযোগ ও লুটপাট করে । এছাড়া মুক্তিযোদ্ধা আসেক আলীকে তার বাড়ি থেকে অপহরণ করে রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতন চালিয়ে চিত্রা নদীর তীরে গুলি করে হত্যা করে।

[৭] মামলা দায়েরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্তের পর ২১ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিনসদস্যের বেঞ্চ গ্রেফতারী পরোয়ানা জারি করেন। যশোর জেলা পুলিশ ২৩ অক্টোবর পরোয়ানা হাতে পাওয়ার পরে ২৪ অক্টোবর উর্ধতন কর্মকর্তার নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ অফিসার রুপন সরকার ও বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করে ঢাকা আন্তর্জাতিক আদালতে পাঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়