শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ১০:৪৯ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ১২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ৬

আজিজুল ইসলাম: [২] যশোরের বাঘারপাড়ায় একাত্তরের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- উপজেলার আগড়া গ্রামের লুৎফর রহমান, নুর ইমাম ও খয়বর রহমান এবং বাঘারপাড়ার হোসেন আলী,আবু বক্কর ও আবুল হোসেন।

[৪] আটকৃতদের ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠানো হয়েছে।

[৫] আটকৃতদের বিরুদ্ধে সম্প্রতি করা মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

[৬] মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা উপজেলার ইন্দ্রা গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইকরাম আলী, কওছার আলী ও আজিবর বিশ্বাসসহ ১০ থেকে ১২টি বাড়িতে ১৯৭১ সালের ৫ জুন অগ্নিসংযোগ ও লুটপাট করে । এছাড়া মুক্তিযোদ্ধা আসেক আলীকে তার বাড়ি থেকে অপহরণ করে রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতন চালিয়ে চিত্রা নদীর তীরে গুলি করে হত্যা করে।

[৭] মামলা দায়েরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্তের পর ২১ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিনসদস্যের বেঞ্চ গ্রেফতারী পরোয়ানা জারি করেন। যশোর জেলা পুলিশ ২৩ অক্টোবর পরোয়ানা হাতে পাওয়ার পরে ২৪ অক্টোবর উর্ধতন কর্মকর্তার নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ অফিসার রুপন সরকার ও বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করে ঢাকা আন্তর্জাতিক আদালতে পাঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়