স্পোর্টস ডেস্ক : [২] এটা ইসলামের জয়। ভারতসহ দুনিয়ার মুসলিমদের সমর্থন পাকিস্তানের প্রতি ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের পর এমনই মন্তব্য করলেন পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ আহমেদ।
[৩] রোববার (২৪ অক্টোবর) দুবাইয়ে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দেন বাবর আজমরা। তার ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পায় পাকিস্তান। বাবরদের সেই ঐতিহাসিক জয়ের পর টুইটারে একটি ভিডিওবার্তায় রশিদ বলেন, আজ আমাদের কাছে ফাইনাল ছিলো। ভারতসহ দুনিয়ার মুসলিমদের সমর্থন পাকিস্তানের প্রতি ছিল। সেই সঙ্গে দাবি করেন, পাকিস্তান যে জিতেছে, তা আদতে ইসলামের জয়। - হিন্দুস্তানটাইমস