মাজহারুল ইসলাম: [২] প্রত্নতাত্ত্বিকরা রোববার এ মদের ফ্যাক্টরি আবিষ্কার করেছেন। এটি অ্যাসিরীয় সভ্যতার নিদর্শন। অ্যাসিরীয় রাজারা পাথরে খোদাই করা দেবদেবী, রাজা ও পবিত্র পশুর মূর্তি দিয়ে সাজিয়েছিলেন কারখানার চারপাশ। সময় টিভি অনলাইন
[৩] ইতালির দহুকের প্রত্নতাত্ত্বিকদের দল জানিয়েছে, তারিখ দেখে ধারণা করা হচ্ছে, এটি খ্রিষ্টপূর্ব ৭২১-৭০৫ সময়কার। প্রত্মতাত্ত্বিকরা মনে করছেন এটি দ্বিতীয় সারগন এবং সেন্নাচেরিবের সময়কার। কুর্দিস্তানের আরও অনেক জায়গায় খোদাই করা মূর্তি রয়েছে। কিন্তু সেগুলোর কোনটিই এত বড় নয়।