শেখ আদনান ফাহাদ: ৭২-এর সংবিধানে ফিরে যেতে চাওয়া, আবার নন-মুসলিমের জন্য আলাদা মন্ত্রণালয় চাওয়া। সম্পূর্ণ বিপরীত না? হিন্দু আর মুসলমানের ধর্মীয় পরিচয়কে গৌণ করে, বাঙালির পরিচয়কে মুখ্য করে ৭১ সালে বাংলাদেশের জন্ম হয়েছিলো। তাহলে স্বার্থান্বেষী গোষ্ঠীর ষড়যন্ত্রকে উপলক্ষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে আলাদা করে কেন এই ধরনের তৎপরতা? আমি মুসলমান বলেই ক্ষমতাশালী ও নিরাপদ, আর আপনি নন-মুসলিম বলেই ক্ষমতাহীন এবং অনিরাপদ, এই ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে।
যে দুর্বল সে ধর্মের কারণে দুর্বল নয়, যে শক্তিশালী সেও ধর্মের কারণে শক্তিশালী নয়। হিন্দু, মুসলিম সব ধরনের মৌলবাদকে মোকাবেলা করেই বাংলাদেশের জন্ম। সরদার বল্লভ ভাই প্যাটেল কিংবা জিন্নাহ সবই আমাদের কাছে সমান। চলমান সব কিছু হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বকে দুর্বল করার জন্য। এটা আমরা বুঝি। শেখ হাসিনার প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে দেশের মানুষ থাকবে। মহান আল্লাহ অবশ্যই শেখ হাসিনাকে আরও বেশি রহমত দেবেন। বাংলাদেশের কোমর ভেঙে দিয়ে একটা দুর্বল ও ব্যর্থ রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র করছে একটা বহিঃশক্তি। ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে সবাইকে।Sheikh Adnan Fahad-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।