ফাহমিদুল কবীর: [২] দীর্ঘ দুই বছর পর, নভেম্বরের শেষের দিকে টিকা গ্রহণ করা বিদেশি পর্যটকদের জন্য অবকাশ কেন্দ্র ফুকুক দ্বীপ খুলে দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। এএফপি
[৩] সাদা বালু সমৃদ্ধ সৈকত ও টলটলে পানির পাশাপাশি পাহাড় ও ঘন জঙ্গল সমৃদ্ধ দ্বীপ হচ্ছে ফুকুক। দ্বীপটি থাইল্যান্ড উপসাগরের কম্বোডিয়া উপক‚লে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
[৪] ২০১৯ সালে প্রায় ৬ লাখ ৭০ হাজার দর্শক এ দ্বীপ পরিদর্শন করেন এবং ওই সময় আন্তর্জাতিক পর্যটকদের কাছ থেকে ১৮ বিলিয়ন ডলারের বেশি আয় হয় দেশটির। এদিকে কর্তৃপক্ষ এটিকে থাইল্যান্ডের ফুকেট বা ইন্দোনেশিয়ার বালির মতো আরেকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করার আশা করছে।
[৫] শুক্রবারের এক ঘোষণায় জানানো হয়, আগামী ২০ নভেম্বর থেকে ভ্যাকসিন পাসপোর্ট বা সনদ থাকা আন্তর্জাতিক পর্যটকদের এ দ্বীপে স্বাগত জানানো হবে। সম্পাদনা: সাকিবুল আলম