শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ১০:৪৪ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ১০:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শ্রীলঙ্কা সুপার টুয়েলভে যাবে তা মোটামুটি নিশ্চিত ছিল। বাছাই পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে উড়িয়ে সেই আনুষ্ঠানিকতা সারল দ্বীপরাষ্ট্রের দলটি। প্রথম পর্বে তিন ম্যাচে তিনটিই জিতেছে তারা।

নেদারল্যান্ডসকে বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা দিল মিকি আর্থারের দল। শুক্রবার ওমানে আগে ব্যাটিং করে নেদারল্যান্ডস মাত্র ৪৪ রানে গুটিয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান। সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ডটি তাদেরই দখলে। দিয়েছিল এই শ্রীলঙ্কাই।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে নেদারল্যান্ডসকে ৩৯ রানে অলআউট করেছিল লঙ্কানরা। তবে এবার সবচেয়ে কম বলে গুটিয়েছে নেদারল্যান্ডস। দশ ওভারেই শেষ তাদের ইনিংস। ২০১৪ সালে ১০.৩ বলে অলআউট হয়েছিল ডাচরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। তাদের ইনিংস শেষ হয় ৭.১ ওভারে। ৭৭ বল আগে জয় তুলে সুপার টুয়েলভে লঙ্কানরা।

সুপার টুয়েলভে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। বৃহস্পতিবার বি গ্রুপ থেকে রানার্সআপ হয়ে বাংলাদেশ সুপার টুয়েলভে উঠে। এশিয়ার এই দুই জায়ান্ট ২৪ অক্টোবর শারজাহতে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।

নেদারল্যান্ডসকে হারানোর নায়ক পেসার লাহিরু কুমারা। ডানহাতি দ্রুতগতির বোলার ৩ ওভারে ১ মেডেনে ৭ রানে পেয়েছেন ৩ উইকেট। ৩ উইকেট পেয়েছেন হাসারাঙ্গা ডি সিলভাও। ৩ ওভারে ৯ রান দিয়েছেন তিনি। এছাড়া মাহেশ দিকসানা ২টি এবং দুশমন্ত চামিরা ১ উইকেট পেয়েছেন। ব্যাটিং ব্যর্থতার দিনে নেদারল্যান্ডসের হয়ে কেবল দুই অঙ্ক ছুঁয়েছেন কলিন অ্যাকেরমান। ১১ রান করেন তিনি। ইনিংসে শূন্যই ছিল চারটি।

লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা (০) ও চারিথ আসালাঙ্কা (৬) দ্রুত আউট হন। কুশল পেরেরা ২৪ বলে ৩৩ ও আভিস্কা ফার্নান্দো ৪ বলে ২ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়েন।

প্রসঙ্গত, সুপার টুয়েলভে বাংলাদেশ ও শ্রীলঙ্কার অন্য চার প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়