স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারত, এমনটাই মনে করছেন স্টিভ স্মিথ। দলে ম্যাচ উইনার ক্রিকেটার বেশি থাকায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।
[৩] ক্রিকফ্রেঞ্জি জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ম্যাচটিতে স্মিথ রান করলেও হেরে যায় অস্ট্রেলিয়া। দুবাইতে আগে ব্যাটিং করে স্মিথের হাফ সেঞ্চুরিতে ১৫২ রান সংগ্রহ করে অজিরা। জবাবে ভারত সেই লক্ষ্য ১৩ বল ও ৯ উইকেট হাতে রেখে অতিক্রম করে।
[৪] ক্রিকইনফো জানায়, স্মিথ বলেন, ভারত অসাধারণ দল। তাদের প্রত্যেকটা জায়গার ভিত শক্তিশালী এবং দলটিতে অনেক ম্যাচ উইনার ক্রিকেটার আছে। শেষ কয়েক মাস ধরে তাদের সবাই এখানে খেলছে। সেই অভিজ্ঞতা নিশ্চিতভাবে কাজে লাগাতে চাইবে তারা।