মাসুদ আলম: [২] সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়ে স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে পাঠানো সার সংক্ষেপ নীতিগত অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। যা রাষ্ট্রপতির চুড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে। আগামী সপ্তাহে ডিএমপি কমিশনারকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি হতে পারে।
[৩] এদিকে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তাতে আগামী ২৯ অক্টোবর থেকে তাকে অবসর প্রদানের কথা উল্লেখ করা হয়েছে। এদিন তার ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী, চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
[৪] মোহা. শফিকুল ইসলাম ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অষ্টম ব্যাচের এই কর্মকর্তা ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান, পুলিশ হেডকোয়ার্টার্সের এইচআরএম শাখার প্রধান ও সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।