মাজহারুল ইসলাম: [২] প্রশাসনিক বিচারিক আদালত স্ট্রেট কাউন্সিলের বিচারক হিসেবে শপথ নিয়েছেন তারা। কয়েকজন নারী বিচারক বলেন, স্বপ্ন সত্যি হওয়ায় তারা খুব খুশি। এর আগে বিচার বিভাগে পুরুষদের একচেটিয়া আধিপত্য ছিল।
[৩] বার্তা সংস্থা এপি জানায়, রাজধানী কায়রোতে প্রধান বিচারপতি মোহাম্মদ হোসাম আল দীনের কাছে মঙ্গলবার তারা শপথ গ্রহণ করেন। নতুন বিচারকদের স্বাগত জানিয়ে হোসাম আল দীন বলেন, তারা স্ট্রেট কাউন্সিলে গুরুত্বপূর্ণ সংযোজন।
[৪] প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নারীদের স্ট্রেট কাউন্সিল ও পাবলিক প্রসিকিউশনে যোগদানের আহ্বান জানানোর কয়েক মাসের মধ্যে তারা শপথ গ্রহণ করেন।