শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ১২:০২ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: বিশ্ববিদ্যালয়ে সিটিং অ্যালাউন্স গ্রহণ নৈতিকতা বহির্ভূত

কামরুল হাসান মামুন: "বিশ্ববিদ্যালয়ে সিটিং অ্যালাউন্স গ্রহণ নৈতিকতা বহির্ভূত" - ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ
ধন্যবাদ অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ! এই কথাটিই আমি অনেকদিন যাবৎ বলে আসছি। এই সিটিং অ্যালাউন্স মানি গ্রহণ একটি সাম্প্রতিক ফেনোমেনা। আজ থেকে ৩০ বছর আগেও ছিল না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা কেবল নিজ বিশ্ববিদ্যালয়ের কাজ না পৃথিবীর জন্যও অনেক কাজ করে যার জন্য কোন পারিশ্রমিক নেয় না। শিক্ষক ও গবেষকরা জার্নালের রেফারি হয়ে অসম্ভব পরিশ্রম করে কিন্তু তার জন্য কোন পয়সা যেমন চান না তেমনি পানও না। এক সময় জার্নালের এডিটররাও বিনা পারিশ্রমিকে কাজ করত। ইদানিং অবশ্য তাদের কাজের জন্য পারিশ্রমিক দেওয়া শুরু হয়েছে। জার্নালগুলোর জন্য গবেষকরা গবেষণা করে সেটা dissemination বা ছড়িয়ে দেওয়ার জন্য আর্টিকেল লেখে, গবেষকরাই রেফারি হয়ে আর্টিকেলগুলো প্রকাশযোগ্য কিনা যাচাই করে কিন্তু অর্থ আয় করে কোম্পানি। শিক্ষক গবেষকরা কেবল জার্নালেই কাজ করে না। নিজ বিশ্ববিদ্যালয়েরও অনেক মিটিং-এ উপস্থিত থাকে, এডমিনিস্ট্রেটিভ কাজও করে কিন্তু এইসব কাজের জন্যও কোন টাকা বা ইনভেলপ মানি বা সিটিং অ্যালাউন্স নেয় না।

আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সম্প্রতি যেই হাতে অনৈতিক কাজ শুরু হয়েছে তাতে মনে হচ্ছে এটি একটি মহামারী আকার ধারণ করেছে। নিজ বিশ্ববিদ্যালয়েই অন্য বিভাগে পার্টটাইম হিসাবে কাজ করে অর্থ গ্রহণ কতটা নৈতিক? আগে প্রতিটা বিভাগ অন্য বিভাগের শিক্ষার্থীদের subsidiary ক্লাস নিত কিন্তু তার জন্য আলাদা কোন বেতন ছিল বা অর্থ প্রাপ্তির বিষয় ছিল না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মিটিং-এ উপস্থিতির জন্য কোন সিটিং এলাউন্স ছিল না। পৃথিবীর অন্য কোন দেশে শিক্ষকরা নিজ কোর্সের উত্তর পত্র মূল্যায়নের জন্য টাকা পায়? আমাদের বিশ্ববিদ্যালয়ে এইগুলো কেন করা হয়েছে? কারণ আমরা গরিব। আমাদের বেতন দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। ফলে আমাদের কোন আত্মসম্মানবোধ জন্মায়নি। যেহেতু আমাদের শিক্ষকদের নির্বাচন আছে তাই শিক্ষকদের এইসব সস্তা সুবিধা দেওয়ার মাধ্যমে ভোট প্রাপ্তির বিষয়টাও জড়িত। এইসবের মাধ্যমে সমাজে যে আমাদের সম্মানহানি ঘটছে সেইটা কেউ বুঝতে চাচ্ছে না। গরিব হলে যেমনটা ঘটে তেমনটাই ঘটছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়