ফাহাদ ইফতেখার: [২] জাপান-কুয়েতের কূটনৈতিক সর্ম্পকের ৬০তম বার্ষিকীতে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। আরব নিউজ
[৩] জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিতশু দীর্ঘদিন ধরে অশোদিত তেলের স্থিতিশীল সরবরাহের জন্য কুয়েতকে ধন্যবাদ জানিয়েছেন। আরব নিউজ
[৪] কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ড.আহমাদ নাসের আল-মোহাম্মাদ আল সাবার সঙ্গে টেলিফোন আলাপে মোতেগি বলেন, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মন্ত্রিসভায় কুয়েতের সঙ্গে দ্বিপাক্ষীক সম্পর্কের ব্যপারে ব্যাপক গুরুত্ব দেয়া হয়েছে।
[৫] বিশ্বব্যাপী অশোধিত তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায়, তেলের বাজারকে পুনরায় স্থিতিশীল করতে তেল উৎপাদন বৃদ্ধি করার জন্য কুয়েতকে অনুরোধ করেছেন মোতেগি। সম্পাদনা: সাকিবুল আলম