স্পোর্টস ডেস্ক :[২]কনকাশনের ভয়াল থাবা ক্রিকেটের ইতিহাসে বেশ দগদগে। ২০১৪ সালে মাথায় বলের আঘাত লেগে মাঠেই মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজ। এরপর থেকে ব্যাটারদের মাথার নিরাপত্তার ব্যাপারে আরও সতর্ক হয়েছে আইসিসি, বানানো হচ্ছে অত্যাধুনিক হেলমেট। তবু প্রায় নিয়মিতই ঘটে মাথায় বল লেগে কনকাশনের ঘটনা।
[৩]আর এই কনকাশনের কারণে এবার খেলাই ছেড়ে দিলেন ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ডার্বিশায়ারের উইকেটরক্ষক ব্যাটার হার্ভি হোসেইন। বেশ কয়েকবার মাথায় আঘাত পাওয়ার কারণে চলতি মৌসুমের অনেক ম্যাচ মিস করেছেন তিনি।
[৪]যে কারণে মৌসুমের মাঝামাঝি সময়ে মাত্র ২৫ বছর বয়সেই অবসরের কঠিন সিদ্ধান্তটি নিলেন হার্ভি। ২০১৪ সালে সারের বিপক্ষে ডার্বিশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১৮ বছর বয়সী হার্ভির। সেই ম্যাচে এক ইনিংসে সাতটি ও ম্যাচে ১১টি ক্যাচ ধরে ক্লাবের রেকর্ড গড়েন তিনি। সম্পাদনা: রাহুল রাজ।