শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০২:১৬ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানিতে পুরষ্কৃত হলো আয়নাবাজিখ্যাত নির্মাতা অমিতাভ রেজার ‘রিকশা গার্ল

ইমরুল শাহেদ: এই ছবিটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটলো খ্যাতিমান মঞ্চাভিনেত্রী মোমেনা চৌধুরীর কন্যা নভেরা রহমান। তারা দু’জনে এ ছবিটিতেও মা ও মেয়োর ভূমিকায় অভিনয় করেছেন। ‘আয়নাবাজি’ নির্মাণ করে চলচ্চিত্রে আলোচিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এই ছবিটি নির্মাণ করেছেন। ‘রিকশা গার্ল’ দেশের দর্শক এখনো দেখতে না পেলেও ছবিটি জার্মানি থেকে পুরস্কার বয়ে এনেছে। ২৬তম শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসএলএম সর্বোচ্চ পদক (এসএলএম টপ অ্যাওয়ার্ড) জিতেছে বলে বিভিন্ন গণমাধ্যমে জানান দেওয়া হয়েছে।

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ছবিটির নির্বাহী প্রযোজক মো. আসাদুজ্জামান সকাল। তিনি বলেছেন, ‘এটি সত্যিই আমাদের জন্য একটা খুশির সংবাদ। ১৬ অক্টোবর শনিবার রাত ১০টায় এই পুরষ্কার ঘোষণা করা হয়। এই আন্তর্জাতিক উৎসবটি ১৯৯৬ সাল থেকে শিশু কিশোরদের জন্য নির্মিত চলচ্চিত্র থেকে বাছাই করে বিভিন্ন বিভাগে মনোনয়ন দিয়ে থাকে। চলচ্চিত্রগুলোকে বিভিন্ন প্রতিযোগিতামূলক শ্রেণিতে ভাগ করা হয়েছে ।

৭৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ১১৬টিরও বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অংশগ্রহণ করেছে প্রতিযোগিতায়। মিতালি পারকিনসের ‘রিকশা গার্ল’ উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। ছবিটির কেন্দ্রে আছে নাইমা নামের এক কিশোরী। তার বাবা রিকশা চালাত। অসুস্থ হয়ে এখন ঘরেই থাকে। সুতরাং সংসার বাঁচানোর জন্য তাকে ছেলের ভূমিকায় যেতে হয়। নাইমা মূলত রংতুলি দিয়ে আলপনা আঁকত।

উপন্যাসটির লেখিকা মিতালি কলকাতা জন্মগ্রহণ করলেও বর্তমানে সানফ্রান্সিসকো বে’তে সপরিবারে বাস করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় নাইমার ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশি তরুণ অভিনয়শিল্পী নভেরা রহমান।

নাইমার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন নভেরার মা মোমেনা চৌধুরী। আরও আছেন চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়