শেখ সেকেন্দার: [২] খুলনার পাইকগাছায় পানির লাইন সংযোগ দেয়ার সময় ভবনের ২তলা থেকে পড়ে সবুজ সরদার (৩২) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সে পৌরসভার ৫ নং ওয়ার্ডের শাহাজান সরদারের ছেলে।
[৩] রোববার সকাল ৮ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডাট (সাবেক) শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর পৌরসভার নতুন ভবনের পানির লাইনের সংযোগ দিতে আসে। কাজ করার সময় কার্নিস ভেঙ্গে নীচে পড়ে বুকে গুরুতর আঘাত পায়।এ সময় তাকে হাসপালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
[৪] খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মো. সাইফুল ইসলাম ও অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিভযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্থান্তর করা হয়। থানায় অস্বাভাবিম মৃত্যু মামলা হয়েছে বলে ওসি জিয়াউর রহমান জানান।