মাকসুদ রহমান:[২] শনিবার ভোরে ইন্দোনেশিয়ার দ্বীপ বালিতে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে অন্তত তিন জন নিহত ও সাত জন আহত হন। সিজিটিএন
[৩]ভূমিকম্পের উৎপত্তিস্থলটি ছিলো বালি থেকে ১০ কিলোমিটার উত্তরে বানজার ওয়ানাসারি নামক অঞ্চল। ভূমিকম্পের পরও ৪.৩ মাত্রার আফটার শক হয়েছিলো বলে জানা যায়।
[৪] বালি প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, মৃত তিন জনের দুই জনই ভূমিকম্প আঘাত হানার সঙ্গে সঙ্গে মারা যায়। মৃতদের নিজ বাড়িতে সমাহিত করা হয়েছে। নিহত আরেকজন বন্দর নগরী কারাগাসেমের অধিবাসী।
[৫] প্রশাসন থেকে মৃতদের কোন পরিচয় দেয়া হয়নি, পাশাপাশি জানানো হয় আহতদের মধ্যে কয়েকজন মাথায় আঘাত পেয়েছে। একজনের হাড় ভেঙে গেছে। সম্পাদনা:সাকিবুল আলম